আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪তম শাহাদাতবার্ষিকী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪তম শাহাদাতবার্ষিকী
আজ ৫ সেপ্টেম্বর, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী। এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বীরকে।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন যশোর জেলার নড়াইল থানার মহেশখালী গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। শৈশবে মা-বাবা দুজনকেই হারিয়ে তিনি বড় হন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। জীবিকার তাগিদে ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি ইস্ট পাকিস্তান রাইফেলস (বর্তমানে বিজিবি)-এ যোগ দেন। প্রশিক্ষণ শেষে ওই বছরই দিনাজপুর সেক্টরের কুঠিবাড়ি ক্যাম্পে সৈনিক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেন তিনি। ১৯৭০ সালে বদলি হয়ে যান ইপিআরের যশোর সেক্টরে।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার সময় নূর মোহাম্মদ ছুটিতে ছিলেন নিজ গ্রামে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তিনি ছুটি শেষ হওয়ার আগেই কর্মস্থলে ফিরে যান। সহযোদ্ধাদের কাছ থেকে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার কথা শুনে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং যুদ্ধে অংশগ্রহণের সংকল্প দৃঢ় করেন।
সেক্টর কমান্ডার মেজর (পরবর্তীতে শহীদ) নাজমুল হুদার নির্দেশে আগস্ট মাসে নূর মোহাম্মদ শেখ একটি গেরিলা দলের সদস্য হিসেবে চৌগাছার ছুটিপুর গ্রামে প্রতিরক্ষা অবস্থানে যান।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ চারজন সহযোদ্ধাসহ ছুটিপুরের নিকটবর্তী গোয়ালহাটি গ্রামে স্ট্যান্ডিং প্যাট্রল ডিউটিতে ছিলেন। তিন দিক থেকে হঠাৎ করে পাকবাহিনীর অতর্কিত হামলার মুখে পড়েন তারা।
সেই আক্রমণে সিপাহি নান্নু মিয়া গুরুতর আহত হলে, দলনেতা নূর মোহাম্মদ জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন এবং শত্রুর দিকে গুলিবর্ষণ শুরু করেন। একপর্যায়ে নিজেও গুলিবিদ্ধ হন এবং মর্টারের আঘাতে তার হাঁটু ক্ষতবিক্ষত হয়।
তিনি সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দেন এবং একা থেকে শত্রুর সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হন। আহত অবস্থাতেই একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করে গুলি চালিয়ে সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেন। শেষ পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়লে পাকিস্তানি সেনারা তাকে নির্মমভাবে হত্যা করে।
প্রায় এক ঘণ্টা পর মুক্তিযোদ্ধাদের আরেকটি দল পাল্টা আক্রমণ চালিয়ে শত্রুপক্ষকে পিছু হটাতে বাধ্য করে। পরে একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় নূর মোহাম্মদের ক্ষতবিক্ষত নিথর দেহ। তাঁর দেহে বেয়নেটের আঘাত এবং চোখ উপড়ানো অবস্থায় পাওয়া যায়, যা পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জঘন্য উদাহরণ।
তাঁর মরদেহ শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। পরবর্তীতে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ শুধু একজন সৈনিক ছিলেন না—তিনি ছিলেন বাঙালি জাতির সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক। তাঁর মতো বীরদের আত্মাহুতি আজও আমাদের স্বাধীনতার মূল ভিত্তি।
এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহাবীরকে, যিনি বলেছিলেন, “আমার মৃত্যুই যদি দেশকে রক্ষা করে, তবে আমি তাতেই গর্বিত।”
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ
- বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত
- সোনালি শাড়িতে মোহময়ী অপু বিশ্বাস
- অবশেষে জামিন পেলেন ভারতীয় ৪ নাগরিক
- অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান
- ‘ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি’
- বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত
- ৮ কুকুর ছানা হত্যার ঘটনায় মামলায় নিশি গ্রেপ্তার
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- মারিয়ার গোলে সমতায় বাংলাদেশ
- সোনালি শাড়িতে মোহময়ী অপু বিশ্বাস
- ভারত সিরিজ হচ্ছে না, নারী বিসিএল শুরু ১৫ ডিসেম্বর
- খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার
- যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝে ৫৪ দম্পতির গণবিয়ে
- শীতের যে ৫ সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ
- জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দাখিল
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক

