ঢাকা, সোমবার ১৪, অক্টোবর ২০২৪ ১৪:৩৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডিমের বাজার বেসামাল সীমান্তে দেবী দুর্গার বিসর্জনে দুই বাংলার মানুষের মিলন মেলা প্রকৃতিতে শীতের আগমনী বার্তা ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ছুটি শেষে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

আমাকে পুরো বিশ্ব চেনে: নিপুণ 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্যরিয়ারের শুরুতে নায়িকা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন নিপুণ আক্তার। ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। তবে আজ আর সেই দিন নেই। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সুজন মাঝি’ সিনেমার ভরাডুবি যেন তাই বলে গেছে। 

অবশ্য নিপুণও এখন অভিনয় নিয়ে অতটা ব্যস্ত না যতটা ব্যস্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। আসন্ন নির্বাচনে নিজের অবস্থান ধরে রাখতে আটঘাট বেঁধে নামছেন। এ নিয়ে গণমাধ্যমেও কথা বলতে হচ্ছে বিভিন্ন সময়। তারই এক পর্যায় নিপুণ জানালেন তাকে এখন পুরো বিশ্ব চেনে। 

তিনি বলেন, ‘বিএফডিসির জন্য আমাকে আজ পুরো বিশ্ব চেনে। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ নিয়ে আমার মনে কোনো ধরনের আক্ষেপ নেই। আর আমার কাছে যেটা মনে হয়, এই নির্বাচনটা আমার খুব প্রয়োজন। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।’

শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ-মাহমুদ কলি এক প্যানেল থেকে নির্বাচন করছেন। তবে গুঞ্জন উঠেছিল, সভাপতি পদে কলির প্রার্থিতা নিয়ে রয়েছে সংশয়। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘যারা আজীবন সদস্য তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং তাকে চাঁদা পরিশোধ করতে হয়। এখানে আমার সভাপতি প্রার্থী সেসব নিয়ম পালন করেছেন।’

এদিকে বিদায়ী কমিটিতে নিপুণের সঙ্গে ছিলেন এমন শিল্পীদের কেউ কেউ আত্র বিপক্ষে কথা বলছেন। তুলছেন বিস্তর অভিযোগ। বিষয়টি নিয়েওম কথা বলেছেন নায়িকা। তিনি বলেন, ‘নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গীবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে-খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে―কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।’