ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৩:১২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

উন্মোচিত হলো ‘আইফোন এয়ার’,  আলোচনায় আবিদুর চৌধুরী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি অ্যাপল উন্মোচন করেছে নতুন ‘আইফোন এয়ার’, যা আগের মডেলের তুলনায় পাতলা ও ছোট, এবং টাইটেনিয়ামের শেলসহ বাজারে এসেছে। ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারিত হয়েছে ১,১৯,৯০০ টাকা। সাধারণত  অ্যাপল মোবাইল উন্মোচন অনুষ্ঠানে উপস্থাপনের সময় মুখের সঙ্গে দেখা যায় নাম ও পদবী। তবে আইফোন এয়ারের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গিয়েছে। কোনো মুখ দেখা না গেলেও ফোনের ডিজাইন বোঝাতে শোনা গিয়েছে আবিদুর চৌধুরীর কণ্ঠস্বর।

আবিদুর চৌধুরী বলেছেন, অ্যাপল চেয়েছে এমন একটি আইফোন তৈরি করতে, যা ভবিষ্যতের অংশের মতো অনুভূত হবে। এছাড়া নতুন ফোনটি আগের মডেলের তুলনায় এক তৃতীয়াংশ পাতলা, এতে একক ক্যামেরা, টেলিফটো লেন্স। ছোট ব্যাটারির পরেও বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সারাদিন ব্যাটারি লাইফ নিশ্চিত করা যাবে। মেন মোবাইল তৈরি করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আমি সবচেয়ে আনন্দিত এমন উদ্ভাবনী পণ্য তৈরি করে।’

আবিদুর চৌধুরী কে?

আবিদুর চৌধুরী লন্ডনে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন। বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন এবং অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন। তিনি লাফবোরো বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইনে স্নাতক করেছেন। তার ছাত্রজীবনে বহু পুরস্কার পেয়েছেন। অ্যাপলে যোগদানের আগে লন্ডনের কাজ করেছেন এবং এক বছর ফ্রিল্যান্স ডিজাইন কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে তিনি অ্যাপলে যোগ দেন।

নকশায় তার অবদান

অ্যাপল এয়ারের ক্যামেরা, চিপসেট ও সিস্টেম মডিউল ফিট করার জন্য বিশেষভাবে ক্যামেরা প্ল্যাটেট পুনরায় ডিজাইন করতে হয়েছে। অবশিষ্ট জায়গা ব্যবহার করা হয়েছে উচ্চ-ঘনত্বের ব্যাটারি স্থাপনের জন্য। সম্ভবত এই কারণে চৌধুরীকে ফোনটি প্রথমবার উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে।