ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৮:০৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

এই বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বর্ষাকাল মানেই বৃষ্টি, জলাবদ্ধতা, স্যাঁতস্যাঁতে পরিবেশ, ঠান্ডা-কাশি, ভাইরাল জ্বর ও পেটের সমস্যা। বর্ষাকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। ঠান্ডা-কাশি, ডায়রিয়া, ইনফেকশন বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা খুবই জরুরি এবং সঠিক খাবার নির্বাচন ও পুষ্টিগুণ বজায় রাখা প্রয়োজন।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

রঙিন শাক-সবজি : যেসব খাবার প্রাকৃতিকভাবে উজ্জ্বল বা গাঢ় রঙ রয়েছে (যেমন- লাল, সবুজ, হলুদ, বেগুনি, কমলা ইত্যাদি) খাবার খেতে পারেন। এইসব উজ্জ্বল বা গাঢ় প্রমাণ করে যে, সেখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল ও ফাইটোকেমিক্যাল আছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। যেমন- গাজর, বেগুন, বিটরুট, কুমড়ো, টমেটো, পালং শাক, লাউ, ধনেপাতা, মুলা শাক ও লাল শাক ইত্যাদি।

পুষ্টিগুণে ভরপুর ফলমূল : প্রতিদিন ১–২টি মৌসুমি ফল রাখুন, তা হতে পারে কমলা, মাল্টা, পাকা পেঁপে, কালো জাম, আঙ্গুর, আনারস, কলা, পেয়ারা, কাঁচা আমের শরবত, আমলকি ও লটকন ইত্যাদি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী মশলা ব্যবহার করুন : যেমন আদা, রসুন, হলুদ, কালো জিরা, দারুচিনি, লবঙ্গ, মেথি।

পর্যাপ্ত পানি পান করুন (৭–৮ গ্লাস) : সঠিক হাইড্রেশন মানেই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা। পানির সাথে লেবু, মধু, আদা বা তুলসি মিশিয়ে পান করতে পারেন, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

এ ছাড়া আরও যেসব খাবার খাবেন

– গরম চিকেন স্যুপ, ডাল বা ভেজিটেবল খিচুড়ি খাওয়া যেতে পারেন।

– প্রতিদিনের আহারে দুধ/ টকদই রাখুন।

– পর্যাপ্ত ঘুমান এবং হালকা ব্যায়াম করুন।

বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলতে হবে

– খোলা পানীয়/ রাস্তার পাশে শরবত খাবেন না।

– বাসি/কাঁচা সালাদ বা অর্ধসিদ্ধ খাবার খাবার খাবেন না।

– রাস্তাঘাটে কেটে রাখা ফল (আনারস, পেঁপে, তরমুজ) ইত্যাদি খাবেন না।

– কাঁচা দুধ বা পচা দই খাবেন না।

– অতিরিক্ত তেল-মসলা ও ভাজাপোড়া বা ফাস্টফুড খাবার এড়িয়ে চলুন।

– ফ্রিজে রাখা পুরাতন রান্না,পুনরায় না গরম করে খাওয়া

বর্ষাকালে সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে আপনার রোগ প্রতিরোধের অন্যতম অস্ত্র। মৌসুম বদলাবে, রোগ আসবে- কিন্তু আপনার সচেতনতাই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। খাবার হোক আপনার ঔষধ!