কেরানীগঞ্জে সরিষার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার সরিষার ব্যাপক চাষ হয়েছে। ফসলের মাঠ সরিষা ফুলের
হলুদ আচ্ছাদনে ঢেকে গেছে। উপজেলার বাস্তা, রুহিতপুর, কলাতিয়া, তারানগর ও হযরতপুর এলাকার মাঠজুড়ে দোল খাচ্ছে হলুদ সরষে গাছ। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উপজেলার বিভিন্ন মাঠে যেদিকেই দুচোখ যায় শুধু হলুদ আর হলুদ। প্রকৃতির এমন মনোরম দৃশ্যে স্থানীয় প্রকৃতি প্রেমীরাও ছুটে আসছে কৃষকের সরিষার মাঠে। গত বছরের চেয়ে এ বছর আবহাওয়া ছিল অনুকূলে। এ কারণে উপজেলায় সরিষার ফলনও বেড়েছে। আর সরিষার বাম্পার ফলনে ভালো দাম পাওয়ার আশায় কৃষক। এছাড়াও কৃষকেরা যাতে সরিষা চাষে আগ্রহী হয় তাই কেরানীগঞ্জ কৃষি অফিস এক হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেন।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নেই কমবেশি সরিষার চাষ হয়। তবে উপজেলার কলাতিয়া, রুহিতপুর ও হযরতপুর ইউনিয়নে এবার ব্যপকভাবে সরিষার চাষ হয়েছে। কেরানীগঞ্জে এখন কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা-১৪, ১৭ ও ১৮ জাতের সরিষা বেশি চাষ করছে। রোপণের মাত্র ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে সরিষা ঘরে তোলা যায় এবং ফলনও পাওয়া যায় ভালো। চলতি বছরে ২৫৩০ হেক্টর জমিতে ৩৪১৬ মেট্টিকটন সরিষা আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ লক্ষ্যমাত্রা দিন দিন অতিক্রম করবে।
বাস্তা ইউনিয়নের কৃষক জামাল হোসেন জানান, আমি আগে শুধু বোরো ধানের আবাদ করতাম। গতবছর কৃষি অফিস থেকে বিনামূল্যে সরিষা বীজ পেয়ে সরিষা আবাদ করে ভালো ফলন পাই। তাই এবার কৃষি অফিসের দেয়া বীজ ও বাজার থেকে বীজ কিনে সরিষার চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি সরিষা বিক্রি করে ভালো লাভোবান হবো।
হযরতপুর ইউনিয়নের কৃষক আঃ মজিদ জানান, তার ৭ বিঘা কৃষি জমি রয়েছে। এতদিন শুধু সবজি ও ধান চাষ করতো। কিন্তু গত ২ বছর স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ওই জমিতে সরিষার আবাদ করছি। এবছর ফলন ভালো হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছি। সরিষাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করছি। এ ফসল বিক্রি করে যে টাকা পাই, ওই টাকা দিয়ে আবার বোরো মৌসুমে ধান রোপণ করি। তাছাড়া সরিষা চাষে খরচ কম, লাভ বেশি। সরিষা বিক্রি করে টাকাও পাওয়া যায়, আবার তেলের চাহিদাও মেটাতে পারা যায়।
কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো.শহিদুল আমীন জানান, এবছর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২৫৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এতে ৩৪১৬ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। আবহাওয়া রয়েছে অনুকূলে। এখন পর্যন্ত ভারি কুয়াশা নেই,পোকার উপদ্রবও কম। যে কারণে সরিষা গাছও রয়েছে রোগমুক্ত। ফলে এবছর সরিষার ভালো ফলন আশা করা যায়। এভাবে ফসলের অনুকূল আবহাওয়া থাকলে সরিষাসহ অন্যান্য সবজির বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে । তিনি আরো জানান, আমরা কৃষকদের কৃষি কাজে উৎসাহিত ও সহযোগিতার জন্য এবছর এক হাজার জন কৃষককে প্রণোদনা হিসেবে মোট ৩৫ মেট্রিকটন সরিষা,ভোট্রা,গম, খেসারী ও মসুর ডাল বিনামূল্যে দেয়া হয়েছে। এছাড়াও আমরা কৃষকদের প্রশিক্ষণ ও অর্ধেক মূল্যে কৃষি যন্ত্রপাতি পেতে সহযোগিতা করে থাকি।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি


