ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:২৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

গৃহবধূ শাম্মী হত্যা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৬ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শামীমা লাইলা শাম্মী হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শাম্মীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর মতামত দিতে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠনের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমের খবর নজরে আনা আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

এর আগে হাইকোর্ট গত ২১ নভেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী ও ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদকে ৩ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।

ধার্য তারিখে এই দুই কর্মকর্তা আদালতে হাজির হন। আদালত সেদিন তাদের বক্তব্য শুনে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আজ রায়ের জন্য দিন রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ এ রায় হয়।

গৃহবধূ শাম্মী হত্যা মামলা নিয়ে গত ৫ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে মামলার তদন্ত নিয়ে গড়িমসির অভিযোগের কথা বলা হয়।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান, যার পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেন।