দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে তিনশ ফুট সড়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। মূলত রাজধানীবাসীর জনদুর্ভোগ এড়াতে তিনশ ফুট সড়ক বেছে নেওয়ার চিন্তা করা হয়েছে। এদিকে দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার তিনি বাবার মাজারে যেতে পারেন।
এদিকে দুই সপ্তাহ শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার পর ডা. জোবাইদা রহমান শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এদিন সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তিনি। তার (খালেদা জিয়া) চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্য ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন।
১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওইদিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে ট্রাভেল পাশ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিকে তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনও বৈঠক করছে। এরই অংশ হিসাবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আজও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যলয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ জেলা ও নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সঙ্গে জরুরি সংগঠনিক সভা ডেকেছে। বিকাল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এ সভা হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একদিন (২৪ ডিসেম্বর) আগেই রাজধানীতে আসার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্মরণীয় সংবর্ধনার ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, আজ সেই গণতন্ত্র সঙ্গে নিয়ে আসছেন তারেক রহমান। তিনি আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
একই সভায় দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের আমরা সংগঠিতভাবে বরণ করে নেব। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা। ঢাকা মহানগরী থেকেই ২০ থেকে ২৫ লাখ মানুষ অংশ নেবে।
এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। সেদিন রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি হবে।
- জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা
- দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান
- মার্কা যাই হোক, নির্বাচন করব: রুমিন ফারহানা
- ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছর কারাদণ্ড
- তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রু
- ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী
- বিপিএলের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন
- ‘আয়েশার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল’‘
- হাড়ের ব্যথায় পুরুষের চেয়ে নারীরা কেন বেশি ভোগেন
- বাউবির ঝুঁকিপূর্ণ ভবন থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ
- ২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি অ্যালেক্সা
- সকালের যে অভ্যাসগুলো আপনাকে দ্রুত বুড়িয়ে দিচ্ছে
- তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা
- সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি
- উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন
- কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?
- প্রথম নারী এমডি পেল ডিএসই
- লন্ডনের পথে ডা. জোবাইদা
- ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’
- নজরকাড়া লুকে কেয়া পায়েল
- ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
- হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত
- জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
- নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ!
- মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের
- ব্যাডমিন্টনে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের জুমার-ঊর্মির
- ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
- ঝুঁকি এড়াতে ওয়েবক্যামে যা করা প্রয়োজন
- হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে











