জল চাই
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৬ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার
সবটুকু সুধা ঢেলে,
মোমের সলতের মতো গলতে গলতে
চিম্বুক পাহাড়ের অষ্টাদশী মেঘকে বললাম,
জল চাই, একটু জল।
চৈত্র্যের প্রখর খরতাপে পুড়তে পুড়তে
বললাম, একটু জল চাই।
তৃষ্ণার্ত চাতকপাখির মতো দিনের পর দিন তাকিয়ে
থেকেছি চিম্বুক পাহাড়ের দিকে
অষ্টাদশী মেঘের নৃত্য বুকের মাঝে
উতাল-পাতাল করে।
ভরা বর্ষার আবেদন নিয়ে বললাম,
জল চাই একটু।
কথা শুনলি না হত”ছাড়ি।
এরপর পেরিয়ে গেছে অযুত-নিযুত কাল।
শ্রাবণ আবেদনে টুইটুম্বুর তুই।
মিষ্টি হেসে একদিন বললে,
‘জল নেবে, সত্যিই?’
শুরু হলো তোর ছুটে চলা।
হঠাৎ হাসির শব্দ, হিহিহিহিহিহি
কোথাও বান ডেকেছে বুঝি!
হৃদয় ভারি হয়ে আসে আমার।
তোর বাড়ন্ত ঢেউ ছুঁয়ে যায়
এ ঘাট, ও ঘাট।
এ নদী, ও নদী।
কোনো একদিন ভরা পূর্ণিমা রাতে
বানডাকা নদীটি মিলিত হলো
উত্তাল সমুদ্রে।
তারপর তোর কত্তো উচ্ছলতা!
একদিন বললাম, আর কত ছুটে চলবি?
অনেক হয়েছে, এইবার থাম পোড়ামুখী
একটু ক্ষ্যামা দে মা।
আবারো হেসে উঠলি খিলখিল করে।
তোর হাসি কাঁপন ধরিয়ে দিল,
বুকের ভেতর, মাইরি।
বললাম, থাম বাপু!
এবার, ক্লান্ত হও।
হেসে উঠলি আরো জোরে।
তোর ছলাৎ ছলাৎ ছন্দে
ভেসে যায় আমার দীর্ঘশ্বাস।
তবুও কথা শুনলি না হতভাগী!
চঞ্চলা ঝর্ণার মতোই দাপিয়ে
বেড়াচ্ছিস দূ-কূল।
ভেঙে যাচ্ছিস পাথর-বালি-নুড়ি।
বললাম, এইবার, এইবার থামবি পোড়ামুখী?
আমার বয়স হয়েছে;
আমি কি আর ছুটতে পারি?
আমাকে রেখেই ছুটে বেড়ালে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
অনেকদিন, অনেকদিন তোকে দেখি না। শুধু
তোর জোসনা রাতের শব্দ শুনতে পাই
ঘুমে, জাগরণে।
সে কি তোর ছুটে চলার নিক্কন
নাকি আমার দীর্ঘশ্বাস? বুঝতে পারি না।
তবুও চিম্বুক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে
প্রতিদিন খুঁজি আমার ‘সেই অষ্টাদশীকে’।
তোর বুক থেকে হাওয়া ছুটে বেড়ায়
আকাশে বাতাসে।
নি:শ্বাসের অক্সিজেনে খোঁজে বেড়াই তোর অস্তিত্ব।
মনে হয়, তোকে পাওয়ার জন্যই
বেঁচে আছি এই আমি।
প্রতিদিন পেছনে ফেলে আসা হাজার বছরের
প্রার্থনা জমা করে; নতজানু হয়ে বলি,
‘জল চাই; একটু জল।
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য

