‘ট্রাম্প মোবাইল’ আসলেই আসবে কি?
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১ (T1 Phone)’ আবারও নির্ধারিত সময়ের মধ্যে বাজারে আসেনি। একের পর এক ঘোষিত সময়সীমা পার হলেও ফোনটির কোনো অস্তিত্ব এখনো দেখা যায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ফোন আদৌ বাজারে আসবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।
২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রাম্প মোবাইল টি১ ফোন’-এর ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, ফোনটি আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ফোনটির কোনো খোঁজ মেলেনি। পরে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য মুক্তির সময় পরিবর্তন করে লেখা হয়— ‘চলতি বছরের শেষ দিকে’।
এই ‘চলতি বছরের শেষ দিকে’ বলতে ২০২৫ সালের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে। এমনটাই ধরে নিয়েছিলেন ক্রেতা ও পর্যবেক্ষকেরা। কিন্তু ২০২৬ সাল শুরু হওয়ার পরও ফোনটির কোনো আপডেট নেই। এখনো ওয়েবসাইটে একই বাক্য ‘লেটার দিস ইয়ার’ লেখা থাকলেও কোন বছরের কথা বলা হচ্ছে, তা স্পষ্ট নয়।
সবচেয়ে বিতর্কের বিষয় হলো, ফোনটি এখনো বাজারে না এলেও আগাম বুকিং বাবদ গ্রাহকদের কাছ থেকে ১০০ ডলার করে প্রি-অর্ডার নেওয়া হয়েছে। কিন্তু যারা এই অর্থ দিয়েছেন, তাদের হাতে এখনো কোনো ফোন পৌঁছায়নি। এমনকি নির্দিষ্ট কোনো নতুন মুক্তির তারিখও জানানো হয়নি।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প মোবাইলের কাস্টমার সার্ভিস বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থার (গভর্নমেন্ট শাটডাউন) কারণে ফোনটির উৎপাদন ও সরবরাহ বিলম্বিত হয়েছে। তখনই তারা ইঙ্গিত দিয়েছিল, বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।
শুরুতে ট্রাম্প মোবাইল দাবি করেছিল, টি১ ফোনটি পুরোপুরি যুক্তরাষ্ট্রে তৈরি হবে। কিন্তু পরে সেই অবস্থান থেকেও সরে আসে প্রতিষ্ঠানটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক জটিলতা দেখা দিয়েছে।
এ ছাড়া ট্রাম্প মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা নিয়েও অভিযোগ উঠেছে। যারা এই নেটওয়ার্ক ব্যবহার করেছেন, তাদের অনেকেই সীমাবদ্ধতা, দুর্বল সেবা ও নানা প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন।
ফোনটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো। তিনি পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই ফোন নিয়ে শুরু থেকেই আমরা সন্দিহান ছিলাম। সম্ভবত তারা এখন বুঝতে পারছে— একটি স্মার্টফোন তৈরি করা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা নয়। দেখা যাক, আদৌ এই ফোন বাস্তব রূপ পায় কি না।”
২০২৬ সাল শুরু হয়ে যাওয়ার পরও ট্রাম্প মোবাইল টি১ ফোনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি ফোনটি শেষ পর্যন্ত বাজারে এসেও যায়, তাহলে সেটি ঘোষণার সময় দেওয়া প্রতিশ্রুতি ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল নাও থাকতে পারে।
সব মিলিয়ে, ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এই ‘গোল্ডেন ফোন’ এখন পর্যন্ত রয়ে গেছে শুধু ঘোষণাতেই। ক্রেতা ও সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রশ্ন একটাই— এই ফোন কি সত্যিই বাজারে আসবে, নাকি এটি আরেকটি অপূর্ণ রাজনৈতিক-ব্যবসায়িক প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে?
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন








