ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৬:৩০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে

আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১৫.৩ লাখ ভোটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে দেশের বাইরে থেকে আবেদন করেছেন ১৪৮টি দেশের ভোটাররা। সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, পোস্টাল ভোটের সুবিধা নির্বাচন দিবস ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে না পারা প্রবাসী, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যোগ্য ভোটারদের জন্য।

প্রবাসী ভোটারদের দেশভিত্তিক নিবন্ধন (প্রধান দেশগুলো): সৌদি আরব ২২৩,৬০৯, মালয়েশিয়া ৭৬,৬৬০, কাতার ৭৩,৪৬৮, ওমান     ৫১,১৬৩, কুয়েত ৩৩,৬০৭। অন্যান্য দেশগুলোতে প্রায়-১,০৭৪,১৭৬ জন।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ ও গ্রহণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো আবশ্যক, না হলে ভোট বৈধ গণনায় ধরা হবে না।

এক ইসি কর্মকর্তা বলেন, “প্রবাসী ভোটাররা দেশের ভোট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পোস্টাল ভোটের মাধ্যমে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।”

নির্বাচন কমিশন আশা করছে, প্রবাসী ভোটাররা সময়মতো ব্যালট পাঠিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবেন।