ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১০:৪৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

বঙ্গবন্ধুর সাফল্যে নেপথ্যের কারিগর বঙ্গমাতা : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৯ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। প্যারোলে মুক্তি নয়, সম্পূর্ণ মুক্ত হয়েই যেকোন আলোচনায় যাবেন বঙ্গবন্ধু এই চিন্তাটি বেগম মুজিবের কাছ থেকেই এসেছে। তিনিই বঙ্গবন্ধুকে বলেছেন, ‘প্যারোলে মুক্তি নয়, এই বাংলার মানুষই তোমাকে মুক্ত করবে’ এবং তাই হয়েছে, এটিই ছিল সঠিক সিদ্ধান্ত।

 

স্পিকার আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ (ডব্লিউজেএনবি) আয়োজিত ‘বাঙালির মুক্তি সংগ্রামে ফজিলাতুন্নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ খবর এর সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া। উইমেন জার্নালিষ্ট নেটওয়ার্ক, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহনাজ মুন্নী।

 


স্পিকার শিরীন শারমিন বলেন, দেশের সকল নারীর জন্য একটি অনুপ্রেরণার উৎস বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি এমন একজন অনন্য বাঙালি নারী ছিলেন, যিনি বঙ্গবন্ধুর প্রতিটি ব্যক্তি এবং রাজনৈতিক জীবনের প্রতিটি রাজনৈতিক অধ্যায়ের সাথে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি শুধু বঙ্গবন্ধুর জীবনে অনুপ্রেরণাই ছিলেন না, তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারীও ছিলেন। যার অনেক অবদান এবং ভূমিকার মধ্য দিয়েই আজকের বাংলাদেশ।

 


শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যের কারিগর ছিলেন তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা অবস্থায় তিনি সন্তানদের মানুষ করা, ঘর সংসার সামলানো থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দেখভাল সবকিছুই করতেন। বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়ে সহায়তা করাসহ সবধরনের রাজনৈতিক সিদ্ধান্তই দিতেন এই মহীয়সী নারী।

 


শিরীন শারমিন চৌধুরী বলেন, তিনি অত্যন্ত সরল জীবন-যাপন করতেন, সাধারণের মাঝে তিনি মিশে থাকতেন। তার নিজস্ব কোন চাহিদা বা চাওয়া পাওয়া ছিল না। শুধু বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ যেন বাস্তবায়িত হয় সেজন্যে বিভিন্ন ধরনের ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎড়াই পেরিয়ে প্রতিনিয়ত তিনি সংগ্রাম করেছেন। তাঁর মাঝে আমরা দেখতে পাই অসীম সাহস, দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস, এর মধ্য দিয়েই তিনি সকল বাধাকে অতিক্রম করেছেন।

 


স্পিকার বলেন, বাংলাদেশের নারীর সার্বিক ক্ষমতায়নের ক্ষেত্রে সারাবিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত, রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের নারীদের যে উপস্থিতি দেখা যায় তার অন্যন্য দৃষ্টান্ত ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। কোন পদ পদবী না থাকার পরও রাজনীতিতে একজন নারীর কি ভূমিকা হতে পারে তার যে উদাহরণ তিনি সৃষ্টি করে গেছেন তা অনন্তকাল ধরে সকল নারীর জন্য অনুস্মরণীয় হয়ে থাকবে।

 


তিনি বলেন, অন্তরালে থেকে একটি রাজনৈতিক দলকে পরিচালনা করা, আওয়ামী লীগকে সঠিক দিক-নির্দেশনা দেয়া, বঙ্গবন্ধুর আদর্শ চিন্তাকে ধারণ করে সে বিষয়গুলোকে নিয়ে কিভাবে একটি দলকে পরিচালনা করা যায়, রাজনৈতিক কর্মীদের সাথে তার একাত্মতা ও এক সাথে কাজ করার লক্ষ্যই ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম, বাঙালির মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

 


তিনি বলেন, সাধারণের মাঝে থেকেও অসাধারণ এই নারীর রাজনৈতিক দূরদর্শীতা ও প্রজ্ঞা সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে সুসংহত করতে হবে।