ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভারতী সিং ফের মা হয়েছেন। তবে দ্বিতীয় সন্তানের আগমনের মুহূর্তটি ভারতীর জন্য মোটেও সহজ ছিল না। মা হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে সেই ভয়ংকর ও আবেগঘন স্মৃতির কথা শেয়ার করেছেন তিনি, যা শুনে ভক্তদের চোখেও জল এসেছে।

ভারতী জানান, প্রসবের ঠিক আগের মুহূর্তগুলো ছিল চরম উদ্বেগের। এর আগে গুঞ্জন উঠেছিল যে কোনো একটি শ্যুটিং সেটে ভারতীর ‘ওয়াটার ব্রেক’ হয়েছিল। তবে সেই ভুল ধারণা ভেঙে ভারতী জানান, ঘটনাটি ঘটেছিল তার নিজের বাড়িতেই।

সেই ভোরের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতী বলেন, ‘তখন ভোর ৬টা বাজে। হঠাৎ বুঝতে পারলাম আমার সব পোশাক ভিজে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিছানার চাদরও ভিজে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং রীতিমতো কাঁপছিলাম। সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন করি। তিনি জানান, আমার ‘ওয়াটার ব্রেক’ হয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।’

ভারতী আরও জানান, আগের রাত থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু ঠিক কী হতে যাচ্ছে তা বুঝতে পারেননি। একাকী সেই অনুভূতি ও অজানা আতঙ্ক তাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে সবার কাছে দোয়া চেয়েছিলেন।

হাসপাতালে নেওয়ার সময় ভারতীর পাশে ছিলেন তার স্বামী হর্ষ লিম্বাচিয়া এবং বড় ছেলে লক্ষ্য। হর্ষ জানান, প্রথম সন্তানের জন্মের সময় ভারতীকে প্রায় ৮-১০ ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। এবার অস্ত্রোপচারের (সি-সেকশন) মাধ্যমে পৃথিবীর আলো দেখে তাদের দ্বিতীয় সন্তান।