ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৯:৫৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

রাজধানীতে শীতের সবজির চড়া দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

রাজধানীতে শীতের সবজির চড়া দাম

রাজধানীতে শীতের সবজির চড়া দাম

শীত বাড়তেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। প্রচুর সরবরাহ থাকার পরও কমছে  না দাম। আজ শুক্রবার রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

সব চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি শিম। বাজার ও মান ভেদে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। বাজারে প্রতিকেজি ১০০ টাকা বা তার থেকে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো।

বেগুন মান ও বাজার ভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে এ সবজিটির দাম কেজিতে বেড়েছে ২০ টাকারও বেশি। গত সপ্তাহে বেগুন বিক্রি হয় ৬০-৮০ টাকা কেজি। এছাড়া চড়া দামে বিক্রি হওয়া আর এক সবজি হলো গাজর। ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গাজর।

দাম বাড়ার ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, শীতের আগাম সবজি হওয়ার কারণে শিমের দাম চড়া। আর টমেটো ও গাজরের মৌসুম এখন নয়। বাজারে যে পাকা টমেটো বিক্রি হচ্ছে তা আগে থেকে মজুদ করা। গাজর কিছু মজুদের, কিছু আমদানি করা। যে কারণে এসব পণ্যের দাম চড়া।

কারওয়ানবাজারের সবজি ব্যবসায়ী আলম বলেন, শিমের দাম আর কিছুদিন ১০০ টাকার ওপরে থাকবে। বাজারে পুরোদমে শিম আসতে শুরু করলে দাম কমবে। তার আগে শিমের দাম কমার খুব একটা সম্ভাবনা নেই।

এদিকে চড়া দাম না হলেও কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে ফুলকপি, বাধাকপি ও বরবটি। বাজার ভেদে ছোট আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। বাধাকপি কেজি  ৩০-৪০ টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে।

এছাড়া পটল, ঝিঙা, ধুন্দল, চিচিংগা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, পেঁপের দাম কিছুটা কমেছে। কিছু বাজারে এ সবজিগুলো ৩০ টাকা কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে।

গত সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকা কেজি ধরে বিক্রি হওয়া কাঁচামরিচের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে গত এক মাসের বেশি সময় ধরে চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগের সপ্তাহের মতো দেশি পেঁয়াজ ১৫০-১৬০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে।

অন্যদিকে মাছের দরদাম ওঠানামা নিয়ে ভিন্ন কথা বলছেন বিক্রেতা। বাজারে প্রতিকেজি চিংড়ি ৭শ, পাবদা ১ হাজার থেকে ১২শ', কেজিওজনের বোয়াল ৩৫০, টেংরা ৩২০ থেকে ৬শ', রুই-কাতল ২২০ থেকে ২৩০ আর পাঁচমিশালি ২শ' টাকা।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৬০, গরু ৫৫০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭৫০ টাকা কেজি দরে।