ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:২৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

শিশু ধর্ষণ-হত্যা : দুই আসামির ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির ফাঁসির বহাল রেখেছেন হাইকোর্ট। ২০০৮ সালে এই ঘটনা ঘটে। আসামিরা হলো, সাইফুল ইসলাম ও আরিফ হোসেন।

 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আফিল উদ্দিন।

 

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার বাবা তোরাব আলী মামলা দায়ের করেন। সেই মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড দেন।

 

দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে আসে। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার দুই আসামির ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট।