ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

স্বর্ণের ভরি এখন ২ লাখ ৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা তিন দিন ধরে বাড়ছে স্বর্ণের দাম। এবার একলাফেই ভরিতে বাড়ল প্রায় ৭ হাজার টাকা। এতে প্রতিভরির দাম দাঁড়ালো ২ লাখ ৯ হাজার টাকা। ফলে নতুন করে আবারও রেকর্ড গড়ল মূল্যবান এ ধাতুটির দাম। এছাড়া স্বর্ণের পাশাপাশি রুপার দরও রেকর্ড বেড়েছে। 

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (খাঁটি স্বর্ণের) দাম বাড়ার কারণে নতুন করে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন এ দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ বেড়ে হয়েছে ২ লাখ ৯ হাজার টাকা দাঁড়াবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। তাতে ভালো মানের এক ভরি রুপার দাম দাঁড়াবে প্রায় পাঁচ হাজার টাকা, যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। এ নিয়ে চলতি সপ্তাহে চার দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। অথচ ২৬ মাস আগে স্বর্ণের ভরি ছিল ১ লাখ টাকা।

মূল্যবৃদ্ধির কারণে আজ থেকে প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।

বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে অতিরিক্ত ৬ হাজার ৯০৬ টাকা, ২১ ক্যারটে ৬ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটে ৫ হাজার ৬৫৭ টাকা বাড়বে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়বে ভরিতে ৩ হাজার ৫৬ টাকা।

বাজুস জানিয়েছে, মূল্য বৃদ্ধি পাওয়ায় হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫১ টাকায় বিক্রি হবে। এ মানের রুপার দাম ভরিতে বাড়ল ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৭১ এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হবে ৩ হাজার ৫৬ টাকা ভরি।