ঢাকা, শুক্রবার ১৩, ডিসেম্বর ২০২৪ ৮:৪৩:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা কেমন আছেন পাপিয়া সারোয়ার, মৃত্যু নাকি গুঞ্জন? পঞ্চগড়ে বৃষ্টির মতো শিশির, শীতে জনজীবন বিপর্যস্ত

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীপু মনির বৈঠক আজ

আপডেট: ০১:৫৩ পিএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার

Dipu Moni _Picস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিলি্ল গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷ আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিকালে নয়াদিলি্লর উদ্দেশে ঢাকা ছাড়েন৷ তার আগে সকালে মনোনয়নপত্র কিনে দুপরে তা জমাও দিয়েছেন৷ এশিয়া ও ইউরোপ মিটিং বা আসেম নামে এই প্লাটফর্মে বাংলাদেশ নতুন সদস্য৷ সম্মেলনও প্রথমবারের মতো হচ্ছে ভারতে৷ দিলি্লর ওবেরয় হোটেলের কনডেয়র হলের এক নম্বর কক্ষে আজ বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে কূটনৈতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক৷ দুই মন্ত্রীরই ব্যস্ত সময়ের মধ্যে এই বৈঠকের জন্য রাখা হয়েছে আধ ঘন্টা৷ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ভারতের শীর্ষ মহলে পৌঁছানোর চেষ্টা করবেন পররাষ্ট্রমন্ত্রী৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গতকাল বিকাল সাড়ে ৪টার পরে মন্ত্রী জেট এয়ারওয়েজে হজরত শাহজালাল (র.) বিমানবন্দর ত্যাগ করেন৷ তিনি এ দুই দিনে এশিয়া, ইউরোপের প্রায় আধাডজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ এই সম্মেলনে অংশ নেবেন প্রায় ৩০ মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিনিধির সঙ্গে৷ আগামী ১৫ নভেম্বর কলম্বোর কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে সালমান খুরশিদ ও দীপু মনি একই সময়ে দিলি্ল ত্যাগ করবেন৷ ওবেরয় হোটেলে আজ সকাল ১০টায় গ্রুপ ফটোসেশনে অংশ নেওয়ার মাধ্যমে আসেম সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে৷ সোয়া ১০টায় শুরু হবে মূল সম্মেলন৷ বিকাল সোয়া ৩টায় বক্তব্য দেবেন দীপু মনি৷ সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বৈঠক হবে সালমান খুরশিদের সঙ্গে৷ এ ছাড়া নেদারল্যান্ডস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, বুলগেরিয়া, নরওয়ে, স্পেন ও সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রতিনিধি কোহুটের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন দীপু মনি৷ আগামীকাল বিকাল ৩টায় আসেম বৈঠকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে৷ সন্ধ্যায় দীপু মনি দিলি্ল থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পথ ধরবেন৷ সেখানে কমনওয়েলথ মিনিস্টেরিয়েল অ্যাকশন গ্রুপের (সিম্যাগ) বৈঠকে সভাপতিত্ব করবেন৷ অংশ নেবেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে৷ আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে৷ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেখানে ড. মনমোহন সিং যাচ্ছেন না৷ ১৯৯৬ সালে গঠিত ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সংগঠন \'আসেম\'-এ গত বছর পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ৷ এর পর এটিই প্রথম অংশগ্রহণ৷ আগে বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল৷ ১১ নভেম্বর'২০১৩