ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ৫:৩২:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

অবশেষে মুক্তি পেলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

কারামুক্তির পর গাড়ি থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন চিত্রনায়িকা পরীমনি।  ছবি : সংগৃহীত

কারামুক্তির পর গাড়ি থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি দীর্ঘ ২৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার তার জামিন হলেও জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছাড়া পান তিনি। কারা ফটকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় পরীমনিকে এক নজর দেখার জন্য ভক্তরা কারা ফটকে ভিড় করেন।

কারাগার কর্তৃপক্ষ জানান, গতকাল ৬টার মধ্যে জামিন আদেশ না পাওয়া তাকে মুক্তি দেওয়া যায়নি। তবে রাতে তার অন্তর্বর্তীকালীন জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, মঙ্গলবার বিকেল ৬টার মধ্যে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। ফলে কারাগার লক আপ হয়ে যায়। তবে তার জামিন আদেশ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছে। সেখান থেকে তার জামিনের কাগজপত্র রাত ১০টার পরে এ কারাগারে পৌঁছালে তা যাচাইবাছাই করে আজ বুধবার সকাল  ৯টা ২১ মিনিটে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
 
সাড়ে ৯টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটকের সামনে নায়িকা পরিমনি উপস্থিত ভক্ত ও গণমাধ্যম কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, একজন আসামিকে কারাগার থেকে বের করার যে আইনি প্রক্রিয়া সে প্রক্রিয়া মেনে আমরা কারাগার থেকে পরিমনিকে নিতে এসেছি।

গতকাল মঙ্গলবার পরিমনির জামিননামা আদালত থেকে নিয়ে কেরানীগঞ্জ কারাগারে যেতে হয়েছে। সেখানে এন্ট্রির পর আমরা কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন বিকেল সাড়ে ৫টার মধ্য কারাগারে আসতে পারলে পরিমনিকে আমাদের কাছে হস্তান্তর করতেন। কিন্তু সময়ের অভাবে আমরা ওই সময়ের মধ্য কারাগারে যেতে পারিনি।

আজ বুধবার সকালে পরিমনির খালুকে নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছি। কারা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে পরিবারের সদস্য তার খালু জসীম উদ্দিন এবং তার আইনজীবী হিসেবে আমার কাছে হস্তান্তর করেছে।

রিমান্ডে পুলিশ নির্যাতন করেছে কীনা সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে পরীমনির যাতে স্থায়ী জামিন আদেশ পাওয়া যায় সেই আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের আদেশ দেন। দুপুর সোয়া ২টার দিকে পরীমনি জামিন আবেদনের শুনানি শুরু হয়। প্রায় ২৬ দিন ধরে রিমান্ড ও কারাগারে থাকা পরীমনির পক্ষে এ দিন জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান। 

শুনানিতে পরীমনির আইনজীবী বলেন, ‘পরীমনিকে তিন দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের আগে ২৪ ঘণ্টার বেশি তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়। রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা সাদামাটা প্রতিবেদন দিয়েছেন। তার বিরুদ্ধে মাদকের যে অভিযোগ আনা হয়েছে তার প্রমাণাদি সেখানে আসেনি। আসামি শারীরিকভাবে অসুস্থ, রক্তশূন্যতা আছে। বারবার রিমান্ডে নেওয়ায় তার অবস্থার আরও অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘পরীমনি জেলে থাকায় তার সঙ্গে কন্ট্রাক্ট করা অনেক ছবি আটকে আছে। বিশেষ করে প্রীতিলতা সিনেমাটি। আসামি ২৭ দিন পুলিশ কাস্টডিতে ও জেলে আছেন। মামলার অবস্থা বিবেচনায় তিনি জামিন পেতে পারেন। আদালত মনে করলে তাকে জামিন দিতে পারেন।’

মজিবুর রহমান বলেন, ‘পরীমনি চিত্রনায়িকা। তার পরিচিতি আছে। জামিন দিলে তিনি পলাতক হবেন না। তদন্তে বিঘ্ন ঘটাবেন না এটি আদালতকে নিশ্চিত করতে পারি। আর তার বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে সেটি প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। যে কোনো শর্তে তাকে জামিন দেন। পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে সে ট্রায়াল ফেস করবে। পলাতক হওয়া কোনো সম্ভাবনা নেই’।