ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ২০:৫৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

অবিশ্বাস্য! ৩ টি বাড়ি বিক্রি হল মাত্র ৩০০ টাকায়!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিসিলি বিজ্ঞাপনী চমক বা মিথ্যা প্রচার নয়৷ সত্যিই এক মার্কিন মহিলা তিনটি বাড়ি কিনেছেন ৩ ডলারে৷ বাংলাদেশী মুদ্রায় ৩০০ টাকায়৷ নেট মাধ্যমে এখন ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা৷ ক্যালিফর্নিয়ার এই বাসিন্দা এখন তিনটি বাড়ির মালিক৷ ইতালির সিসিলি প্রদেশের ছোট্ট গ্রাম মুস্সোমেলিতে তিনটি পরিত্যক্ত বাড়ি তিনি কিনেছেন মাত্র ৩ ডলারে৷ 

প্রসঙ্গত গত কয়েক দশক ধরে মুস্সোমেলির জনসংখ্যা দ্রুত হারে কমছে৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে কমছে ভূসম্পত্তির দামও৷ রাবিয়া একা নন৷ আরও অনেকেই জলের দরে বাড়ির মালিক হয়েছেন ইতালিতে৷

একই অবস্থা ভূমধ্যসাগরের পাশে ইতালির আর এক শহর সাম্বুকার৷ বালুকাবেলায় সাজানো এই শহরে কয়েক ডজন বাড়ি মাত্র ১ ডলারে বিকিয়ে গিয়েছে৷ সেখানেও কারণ জনসংখ্যার হ্রাস৷ দক্ষিণ পশ্চিম ইতালির আর এক শহরে তো এক পেয়ালা

কফির চেয়েও কম দামে মিলছে আস্ত বাড়ি৷ প্রথমে প্রচুর ক্রেতা থাকলেও পরে তারা পিছিয়ে আসেন৷ কারণ বাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় ছিল আকাশছোঁয়া৷

৪৯ বছর বয়সি রাবিয়ার হালও একই৷ আদতে ব্রাজিলের যুবতি ৩ ডলারে ৩ টি বাড়ি কিনেছেন বটে৷ কিন্তু রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থব্যয়ের মুখোমুখি তিনি৷ সোলার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন চাকরি করা এই রাবিয়া ২০১৯ সালে প্রথম বার ইতালির এই বাড়িগুলোর কথা জানতে পারেন৷

তারপর বিস্তর খোঁজখবর করে কিনে নেন এই ভূসম্পত্তি৷ বলেছেন, খোঁজখবর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিতে দেরি করেননি৷ তিন দিনের মধ্যে ফ্লাইটের টিকিট কেটে, ভাড়ার গাড়ি ও হোটেল ঠিক করে তিনি আমেরিকার ক্যালিফর্নিয়া থেকে চলে আসেন ইতালির সিসিলিতে৷ যে সংস্থার মধ্যস্থতায় তিনি বাড়ি তিনটি কিনেছেন, তার নাম ‘কেস ১ ইউরো’৷