ঈদে অনলাইন কেনাকাটায় ঝুঁকছে ক্রেতা
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫২ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
ঈদকে সামনে রেখে জমে উঠেছে অনলাইনে কেনাকাটা। ক্রেতা চাহিদা মাথায় রেখে যেমন পণ্য সরবরাহের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো। ব্যস্ততার ফাঁকে অনেকে অনলাইনেই সারছেন ঈদ কেনাকাটা।
প্রযুক্তির সাথে সাথে বাইরের দেশগুলোর মতো আমাদের দেশেও অনলাইন কেনাকাটার ট্রেন্ড অনেক বেড়েছে। আমাদের মাঝে এখন অনেকেই অনলাইন এ কেনাকাটাই প্রাধান্য দেই। তবে ক্রেতার মাঝে ইতস্ততা থাকে কোন সাইট থেকে কেনাকাটা করা যায়। কিংবা কোন সাইটগুলো বিশ্বাসযোগ্য। কিংবা প্রোডাক্টের মান ভাল কি না। তাই নিচের অনলাইন সাইডগুলো বিশেষ করে মেয়েদের অনলাইন কেনাকাটায় সাহায্য করবে। এ সাইডগুলো থেকে কম মূল্য থেকে শুরু করে এক্সক্লুসিভ আইটেমও পাবেন। তাহলে আর দেরি কেন, জলদি পড়ে নিয়ে সাইডগুলোতে নক করা শুরু করুন।
আজকের ডিল : দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম আজকের ডিলে পণ্য সারিতে রয়েছে বিপুল সমাহার। মেয়ে ও বাচ্চাদের কেনাকাটা, ব্যাগ ও পার্স, গৃহস্থালি সামগ্রী, গহনার পসরা যেন এখানে। আছে রমজানের আয়োজন ও ঈদের পসরা নিয়ে বিশেষ আয়োজন। ১৭ হাজারের মধ্যে সালোয়ার-কামিজের কালেকশন। দাম শুরু ৭০০ টাকা থেকে। সুতি শাড়ি,ব্লক প্রিণ্টের শাড়ি সহ হরেক রকমের শাড়ির সংগ্রহ আছে এখানে। দাম ৭০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত।
ঈদের আয়োজন নিয়ে আজকের ডিলের কাষ্টমার কেয়ার ম্যানেজার নীতু জানান, ক্রেতারা এখন ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি কার্ড ও বিকাশে মূল্য পরিশোধে স্বাচ্ছন্দ্যবোধ করতে শুরু করেছেন। এ ছাড়াও বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধে রয়েছে ২০ শতাংশ ক্যাশ ব্যাক। পাশাপাশি ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক।
তিনি জানান, দেশে ডেলিভারি সিস্টেম ততটা আধুনিক না হওয়ায় ঢাকার বাইরে ডেলিভারি দিতে সাত দিন পর্যন্ত সময় নেয় প্রতিষ্ঠানটি। তবে ঈদের দিন ও পরদিন ডেলিভারি বন্ধ থাকে। আর ঈদের চার দিন আগে চাহিদা গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
মুমু মারিয়া : শুধুমাত্র মেয়েদের আকর্ষণীয় ও জমকালো পোশাকের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনের শপিং মার্কেট মুমু মারিয়া। দেশীয় জামা থেকে শুরু পাশ্চাত্যের লেটেস্ট মডেলের সালোয়ার কামিজ, টপস, শাড়ি পাওয়া যাচ্ছে। সুতির, গলায় স্টোন বসানো কামিজ, হাতের আলাদা কারচুপি, মেশিনের এমব্রয়ডারি, জর্জেট, সিল্কসহ বাহারি ডিজাইনের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে।
এখানে সালোয়ার কামিজের মূল্য ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা, টপস ৩২০০ থেকে ৭৪০০ টাকা, শাড়ি ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা।
এ অনলাইনের সেলস চীফ এক্সিকিউটিভ সীমা জানান, অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে জর্জেটের সালোয়ার কামিজেরই অর্ডার বেশি।
মারিয়া বি : এটি আর্ন্তজাতিক অনলাইন পোর্টাল। বিশ্বের নামীদামী ব্রান্ডের সব সংগ্রহ এখানে পাওয়া যায়। ঈদ উপলক্ষে এবার স্পেশাল কালেকশন এনেছে মারিয়া বি। এখানে ৮০০০ টাকা থেকে শুরু করে লক্ষ্য টাকা দামেরও লেটেষ্ট সালোয়ার কামিজ পাওয়া যায়। শাড়ি ১৫০০০ থেকে ৮০০০০ টাকার মধ্যে পাওয়া যায়। বাচ্চাদের জামা ৫০০০ টাকা থেকে ১৭০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এখানের বেশিরভাগ পণ্যই বাইরের। কেউ স্পেশাল কিছু কিনতে চাইলে এই সাইডটি তার জন্য আদর্শ সাইড হবে।
বাটারফ্লাই বাই সাগুফতা : দেশীয় পণ্যের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি আর সালোয়ার কামিজের সমারোহ দেখা যায়। যারা ফ্যাশনের সাথে সাথে আপাডেট থাকতে চান তারা এ সাইডে থেকে অনেক ভাল সংগ্রহ পাবেন। বাটারফ্লাই বাই সাগুফতা হোম ডেলিভারি দিয়ে থাকে। এখানে সেমোজ সিল্কের,সিল্কের সাথে ভেলভেট,জর্জেটের সাথে মসলিন,জর্জেটের সাথে এমব্রয়ডারি করা নতুন স্টাইলের সালোয়ার কামিজ পাওয়া যায়। এগুলোর দাম ৭০০০ টাকা থেকে ২০০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন ডিজাইনের শাড়ি ৮৫০০ থেকে শুরু করে ১৮০০০ টাকা পর্যন্ত।
ড্রেস ডিলাইট : এই শপে আপনি বিভিন্ন দামের মধ্যে সালোয়ার কামিজ,শাড়ি পাবেন। এখান থেকে মেয়েরা সাধ সাধ্যের মিশ্রণ ঘটিয়ে কিনতে পারবেন। সালোয়ার কামিজ ১৫০০ থেকে ৫০০০ টাকা,শাড়ি ২০০০ থেকে ৪৫০০ টাকা আর বাচ্চাদের জামা ৮৫০ থেকে ২০০০ টাকায় পাওয়া যাবে।
বাগডুম : হরেক পণ্যের পসরা সাজিয়ে অনলাইনে ঈদের ক্রেতা আকৃষ্ট করছে বাগডুম । ঈদে নতুন সাজে সেজেছে ই-কমার্স সাইটটি। ঈদ ফ্যাশনে মেয়েদের সালোয়ার কামিযে আছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়। বাহারি ডিজাইনের সালোয়ার কামিজের মূল্য ৭৫০ থেকে ৫০০০ টাকা। শাড়ির দাম পড়বে ১০০০ থেকে ৪০০০ টাকা। ১০০০ টাকার উপরে পণ্য কিনলে বিনামূল্যে ডেলিভারি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধে রয়েছে ২০ শতাংশ ক্যাশ ব্যাক। ২০০০ টাকার পণ্য কিনলেই ৩০০ টাকার ফ্রি ভাউচার।
প্রিয়শপ : এবারের ঈদে প্রতিবারের মতো মাসব্যাপী `অনলাইন ঈদ শপিং প্যাকেজ-এর আয়োজন করেছে প্রিয়শপ। ঈদ উপলক্ষে নানা অফারে সাজানো হয়েছে এই সাইড। এ ছাড়া বিভিন্ন পেমেন্ট মেথডে রয়েছে ছাড় ও ক্যাশব্যাক। এর মধ্যে বিকাশে পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক, থ্রিপিস, শাড়ি, বাচ্চাদের ড্রেসের পসরা নিয়ে সেজেছে প্রিয়শপ ডটকম।
প্রিয়শপ ডটকমে অনলাইনে, ফোনে এবং স্যোশাল মাধ্যমেও অর্ডার নেওয়া হয় এবং সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ ৭২ ঘণ্টায় ডেলিভারি দেওয়া হয়। অনলাইন পেমেন্ট সুবিধা থাকায় প্রবাসী বাংলাদেশিরাও প্রিয়জনের জন্য ঈদ শপিং করতে পারবে।
এখানে বাচ্চাদের জামা ১৫০০ টাকা থেতে ২৫০০ টাকা, বিভিন্ন ডিজাইনের শাড়ি ২০০০ থেকে ৪০০০ টাকা, সালোয়ার কামিজ (পাকিস্তানী, লন, আনস্টিচ) দাম পড়বে ৮৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
দারাজ : এ সাইডে মেয়েদের বিভিন্ন ব্র্যান্ডের সালোয়ার কামিজ,শাড়ির বিপুল সমাহার রয়েছে। সালোয়ার কামিজ ব্রান্ড অনুসারে ১৫৫ টাকা থেকে ৮০০০ টাকা ও শাড়ি ১৮০০ থেকে ৬০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া বিকাশ পেমেন্ট, সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস কার্ডে ২০ শতাংশ ক্যাশব্যাকের অফার আছে। ঢাকার ভেতরে ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি করা হবে। ঈদে দারাজ অনলাইন সাপোর্ট চালু থাকলেও অফলাইন কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে।
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত
- ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘প্রতারক পুরুষ’ নিয়ে যা বললেন অভিনেত্রী ভাবনা
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- ফিফা র্যাংকিং: চার হারে আট ধাপ পেছাল বাংলাদেশ

