উদ্যোক্তা মিতাশা রহমানের সফলতার সাতকাহণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
মিতাশা রহমান খান।
মিতাশা রহমান খান। কুমিল্লায় জন্ম, পড়াশোনা করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজে। তিনি পড়েছেন মনোবিজ্ঞান বিভাগে। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ফ্যাশন নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন। আর তাই পাশ করার পর কাজ করেছেন ফ্যাশন হাউস এবং হিজাব নিয়ে। অনলাইনে তার জমজমাট ব্যবসা।
এসব ছাড়াও আরো একটি উদ্যোগ নিয়েছেন মিতাশা। নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় একটি শো-রুমও রয়েছে তার। এছাড়া হিজাব বিক্রি করেন অনলাইনেও। অনলাইনে ‘হিজাব শপ অনলাইন স্টোর’ নামে ফেসবুক পেজ থেকেও বিক্রি করেন হিজাব। তবে ব্যবসার শুরুটা মোটেও সহজ ছিলনা মিতাশার জন্য।
মিতাশা বলেন, আমি অনলাইন বিজনেসের যাত্রা শুরু করি ২০১৪ সালে। কিন্তু শুরুটা অত সহজ ছিল না। অনার্স প্রথম বর্ষে পড়ার সময় শখের বশে অনলাইন ব্যবসা শুরু করি। কিন্তু সে সময়ই পরিবারের চাপে আমাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। শুরু হয় দাম্পত্য জীবন। কিন্তু আমার মন মানছিল না।
তিনি বলেন, শুরুতে খুব মন খারাপ হত। ভাবতাম হয়ত জীবনে আর কিছুই করা হবে না। অথচ সবসময় আমার ইচ্ছে ছিল নিজে কিছু করব। নিজে অর্থ উপার্জন করব। কারো মুখাপেক্ষী হতে আমার কখনোই ভালো লাগেনি। বিয়ের কিছু দিন পর পড়াশোনা এবং ঘরের কাজের ফাঁকে অবসরে কিছু করবেন ভেবে একটি ফেসবুক পেজ খুলি। হাতে তৈরি কিছু কাজের মাধ্যমে শুরু হয় যাত্রা।
তিনি বলেন, শুরুতে খুব একটা সাড়া পাইনি। কিন্তু মাস কয়েক পর আস্তে আস্তে সাড়া পেতে থাকি। এতে উৎসাহ বেড়ে যায়। স্বপ্ন দেখতে শুরু করি। ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি। ব্যস্ততা বাড়তে থাকে। পরে এ শখের স্বপ্ন পেশা থেকে নেশা, ধ্যান-ধারণায় রূপ নেয়। আমার এই উদ্যোগের নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’। এখানে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়।
মিতাশা বলেন, আমার জন্মস্থান কুমিল্লা। আর তাই শুরুটা করি নিজ জেলার ঐতিহ্যবাহী ‘রসমালাই’ দিয়ে। এসময় বেশ সাড়া পাই। উৎসাহ বেড়ে যায়। এরপর আস্তে আস্তে অন্য জেলার বিখ্যাত সব খাবার বিশেষ করে সুন্দরবনের খাঁটি মধু, সিরাজগঞ্জের ঘি, বগুড়ার দই আর ঘানিতে ভাঙ্গা সরিষার তেলও বিক্রী করতে থাকি। এসব খাবার আইটেমে আমি প্রচুর সাড়া পাই। নিজ এলাকার পাশাপাশি অর্ডার আসতে থাকে বাইরের জেলা থেকেও। চেষ্টা করেছি নিষ্ঠা এবং সততার সাথে এসব অর্ডার সাপ্লাই দিতে যাতে গ্রাহকরা খুুশি হন।
তিনি বলেন, খাবারের পাশাপাশি আমি ‘হিজাব শপ অনলাইন স্টোর’ নামে আর একটি পেইজ খুলি। এখান হতে তিনি বিভিন্ন এলাকার তৈরি শাড়ি, জামা আর হিজাব বিক্রি করেন। এখানেও শুরুর দিকে খুব বেশি সাড়া না পেলেও পরে বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে।
তিনি বলেন, দুই ব্যবসাতে সাফল্য পাওয়ায় এখন আমি ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। মূলত এটি এখন ব্যবসার পাশাপাশি আমার নেশাও। হিজাব স্টোরে দেশীয় কাপড় ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমদানীকৃত বেশ কিছু পণ্য পাওয়া যায়। এরমধ্যে রয়েছে থ্রি-পিস, ওড়না এবং আন্ডার গার্মেন্টস।
মিতাশা বলেন, ‘আমার এই ব্যবসার বয়স প্রায় ছয় বছর। আমার পরিবার আমাকে সমর্থন না দিলে এতদূর আসা হতো না। মূলত আমার স্বামী এবং আমার পরিবারের কারণে এতদূর আসতে পেরেছি। তারা সবসময় আমাকে সমর্থন আর সাহস যুগিয়ে এসেছে এবং পাশে থেকেছেন।’
উদ্যোক্তা মিতাশা বলেন, ‘আমি ২০১৯ সালে নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছি। সেটা ছিল আমার উদ্যোক্তা-জীবনের সেরা মুহূর্ত।’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন

