ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১:৪৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যান বর্ষীয়ান এই অভিনেত্রী। এরপর থেকে নিয়মিত কাজ করেন শুধু নাটকে। এবার খবর মিলল তার দুটি সিনেমার। 

জানা গেছে, ইয়ামিন ইলানের নির্মাণে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে থাকবে সম্পূর্ণ মৌলিক এক পারিবারিক গল্প। 

নির্মাতা জানান, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। তার আশা, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন। 

ডলি জহুর ছাড়াও ‘ঝামেলা’-তে আরও আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরও অনেকে। 

এদিকে, সদ্যই শুরু হয়েছে সিনেমাটির শেষ অংশের শুটিং। সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। এই সিনেমার শুটিংও শেষের দিকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমার বড় অংশের শুটিং গত বছরের শেষ দিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর সম্প্রতি সংবাদমাধ্যমে বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।