করোনাকাল: অভিবাসী নারী শ্রমিকদের সুরক্ষা জরুরী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
করোনাকাল: অভিবাসী নারী শ্রমিকদের সুরক্ষা জরুরী
করোনাউত্তর অভিবাসী নারী শ্রমিকদের সুরক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার জন্য প্রয়োজন আরো সচেতনতামূলক প্রচার-প্রচারণা। কারণ, দুর্যোগ-দুর্বিপাকে বিশ্বব্যাপী মানবপাচারের মত অপরাধ যাতে না বাড়তে পারে সেই লক্ষ্যে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।
বিশ্বে বড় ধরনের সংকটে অভিবাসী শ্রমিকেরাই তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওসহ দেশ-বিদেশের শ্রম বিশেষজ্ঞরা মনে করেন।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র দেয়া তথ্যে দেখা যায়, বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ সৌদী আরবসহ বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ৯ লাখ ১৬ হাজার ৪৬৩ জন অভিবাসী নারী শ্রমিক কাজ করছেন। মহামারী করোনাকালে গত মার্চ মাস থেকে নারী কর্মী প্রেরণ বন্ধ রয়েছে। চলতি বছর মাত্র ১৩ হাজার ৯৮২ জন নারী কর্মী বিদেশ গেছেন। করোনার কারণে অনেক নারী কর্মী বিদেশে যেতে পারেননি। অনেকে আবার ফিরেও এসেছেন।
এদিকে, করোনাকালীন অভিবাসী শ্রমিকেরা আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সুরক্ষা পাওয়ার কথা তা তারা পাচ্ছেন না। একমাত্র সিঙ্গাপুর ছাড়া কোথাও অভিবাসী শ্রমিকেরা সুরক্ষা পাননি বলে শ্রম বিশেষজ্ঞরা জানিয়েছেন।
অনেক দেশেই নানা কষ্টে আছেন প্রবাসী শ্রমিকেরা। তাদের একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আবার যারা করোনার আগে দেশে এসেছেন, তাদের ফিরে যাওয়ার সুযোগ আপাতত নেই।
আন্তর্জাতিক শিষ্টাচার অনুযায়ী, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যে দেশে তিনি কর্মরত সেই দেশের। এ বিষয়ে ২০১৬ সালে একটি আন্তর্জাতিক নীতিমালা গ্রহণ করা হয়েছিল।
অথচ এখন সুরক্ষা দেওয়া দূরে থাক, উল্টো শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে কয়েকজন অভিবাসী শ্রমিক বিশেষজ্ঞ জানিয়েছেন।
তারা জানান, করোনা পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকদের যথাযথ মজুরি দেয়া হচ্ছে না, তাদের মজুরিসহ অন্যান্য সুবিধা কাটা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এসব ঘটনা বেশি ঘটছে বলে অভিবাসী নারী শ্রমিক বিশেষজ্ঞ তাসনীম সিদ্দিকী জানান।
বর্তমানে দেশের অভিবাসী নারী শ্রমিকদের প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্যের সৌদি আরব, লেবানন, জর্ডান, ওমান, কুয়েত, বাহরাইন, কাতার, ব্রুনেই, মরিশাস ইত্যাদি। এছাড়াও রয়েছে সিঙ্গাপুর এবং হংকং।
এই নারী শ্রমিকগণ বিদেশে মূলত গৃহকর্মী হিসেবে কাজ করেন। এছাড়া, তারা গামেন্টস, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে, ক্লিনার, দোকানে বিক্রয় কর্মী ইত্যাদি পেশায় কাজ করেন। খুব সামান্য হলেও কিছু নার্সিং পেশায় নিয়োজিত আছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী শ্রমিকদের মধ্যে যারা দেশে ফিরে এসেছেন, তারা ভীষণ সমস্যায় পড়েছেন। তাদের পরিবারও সংকটে পড়েছে। সরকারের খাদ্য ও নগদ কর্মসূচির আওতায় তাদের নেওয়া উচিত ছিল।
অভিবাসী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ৫০০ কোটি টাকা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ২০০ কোটি টাকার প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে কাজ করেন এডভোকেট নজরুল ইসলাম। তিনি বলেন, কর্মসংস্থানের উদ্দেশে বাংলাদেশ থেকে নারী শ্রমিকদের বিদেশে অভিবাসনের হার ক্রমাগত বাড়ছে। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা বিধানে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে সরকারকেই। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ঘোষণা ও আইনের আলোকে গন্তব্য দেশে অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে জোর দরকষাকষি করতে হবে।
তিনি বলেন, এসডিজির ৮ নং লক্ষ্যে শ্রমিকদের শোভন কাজ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। এছাড়াও, আবুধাবি ডায়ালগ, কলম্বো প্রসেসসহ যেসব উদ্যোগ রয়েছে সেখানে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের চলমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর সর্বশেষ ঢাকা সম্মেলন-২০১৬ তে যে সকল সুপারিশ এসেছে সেগুলো বিবেচনায় নিয়ে সরকারকে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
তিনি আর বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতারক এজেন্সি ও দালালদের বিচার ও কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিদেশে পাঠানোর পূর্বে শ্রমিকদের জন্য যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণ প্রদান করতে হবে।
তিনি বলেন, অভিবাসী সংক্রান্ত নীতি ও আইনের উপর জনসচেতনতা বৃদ্ধিকল্পে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং দেশের সকল ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনসমূহকে এই কার্যক্রমে যুক্ত করতে হবে।
এডভোকেট নজরুল ইসলাম মনে করেন, স্থানীয় সরকারকে কাজে লাগিয়ে একেবারে ইউনিয়ন পর্যায়ে অভিবাসনে ইচ্ছুক শ্রমিকদের নিবন্ধন ও গন্তব্য দেশে কর্মস্থলের বিস্তারিত বিবরণ সংরক্ষন করতে হবে। কর্মচুক্তিসহ অভিবাসী শ্রমিকদের জন্য সকল নির্দেশনা বাংলায় তৈরি করে শ্রমিকদের সরবরাহ করতে হবে।
তার মতে, করোনাউত্তর নারী কর্মীদের বিদেশে প্রেরণের ক্ষেত্রে পাচাররোধে গন্তব্য দেশের দূতাবাসগুলোর জনবল ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এছাড়া হালনাগাদ ডাটাবেজ সংরক্ষণ, সেফহোম চালুসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকদের কিভাবে কাজে লাগানো যায় সেবিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, অভিবাসী কর্মীদের চুক্তি অনুযায়ী যেন শ্রমিকগণ কাজ ও মজুরি পায় তার নিশ্চয়তা বিধান করতে হবে সরকারকেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেশি তৃণমূলকেন্দ্রিক করতে হবে এবং এর সেবা কার্যক্রমে আরো স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে।
জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভূঁইয়া এমপি বলেন, অভিবাসী শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে গন্তব্য দেশের ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে।
তিনি বলেন, আইএলওসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় উপযুক্ত আইন প্রণয়ন এবং প্রযোজ্য ক্ষেত্রে শ্রমিক স্বার্থ বিরোধী আইন রহিত করার জন্য বাংলাদেশকে শক্তিশালি ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে এবং বিদেশে কর্মরত কোটি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সরকার কার্যকর কৌশল প্রণয়ন করে পরিকল্পনামাফিক কার্যক্রম বাস্তবায়ন করবে এটাই সকলের প্রত্যাশা।
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
- আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬
- প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- বন্যায় সহায়তা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী - নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি

