ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২২:২৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করুক: প্রধানমন্ত্রী সবজির বাজারে স্বস্তি নেই যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

কাল থেকে আবারও বাড়ছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ছে। প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। আগামীকাল রোববার থেকে সারা দেশে বাড়তি দাম কার্যকর হবে।

এর ফলে এক ভরি ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৫৮ হাজার ২৮।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৪ নভেম্বর রোববার বাংলাদেশের বাজারে সোনার দর বাড়ানো হয়েছে।

এর আগে জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফা স্বর্ণের দাম বেড়ে ৫০ হাজার ১৫৫ টাকা থেকে ৫৮ হাজার ২৮ টাকা হয়। তবে গত ১১ সেপ্টেম্বর দাম কমিয়ে প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ টাকা হয়েছিল। ফলে আড়াই মাসের মাথায় আবার বাড়ছে স্বর্ণের দাম।

দাম বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৬৮০ টাকায়।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রূপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।