ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

ছোটদের কেনাকাটা চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৮ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

রাজধানীর মার্কেটগুলোতে ছোটদের ঈদ কেনাকাটা চলছে। অভিজাত এলাকা থেকে শুরু করে নগরীর অলিগলির দোকানে রয়েছে বিভিন্ন ডিজাইনের দেশি-বিদেশি কাপড়ের বিপুল সমাহার। ঈদ আর নতুন পোশাককে ঘিরে শিশুদের আনন্দের শেষ নেই। সেই আনন্দকে ছড়িয়ে দিতে শিশুদের জন্য পোশাক-জুতাসহ নানা সমাহার এনেছে দোকানিরা। পরিবারের ছোটদের মুখে হাসি ফোটাতে আগেভাগে কেনাকাটার পর্ব শেষ করে নিচ্ছেন অভিভাবকরা।

 

রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, আড়ং, চাঁদনী চক, গাউছিয়া, মৌচাক মার্কেট, ফরচুন মার্কেট, টুইন টাওয়ার, কর্ণফুলি গার্ডেন সিটি, রাজধানী সুপার মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান মার্কেট, আজিজ সুপার মার্কেটসহ ফ্যাশন হাউসগুলোতে বড়দের পাশাপাশি শিশুদের পোশাক সাজিয়ে রেখেছেন দোকানিরা।

 

শিশুদের জন্য প্রচলিত চেক ডিজাইনের টি-শার্টের পাশাপাশি বিভিন্ন রং ডিজাইনের টি-শার্ট বিক্রি হচ্ছে শোরুমগুলোতে। গরমে শিশুদের প্রশান্তির কথা ভেবে গেঞ্জি কাপড়ের টপ, টি-শার্ট, প্যান্ট এনেছে বিভিন্ন ব্র্যান্ড। মেয়ে শিশুদের জন্য সুতির টু-পিস, থ্রি-পিস, ফ্রকের বড় সংগ্রহ এনেছে ফ্যাশন হাউসগুলো।

 

বাহারি ডিজাইনের পোশাক এনেছেন দোকানিরা। কিন্তু কাপড়ের দাম একটু বেশি। তবে পছন্দের কাপড় খুব সহজেই পাওয়া যাচ্ছে। গরমকে সামনে রেখে দোকানিরা বাচ্চাদের জন্য আরামদায়ক ড্রেস এনেছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও শিশুদের কাপড় বেশি বিক্রি হচ্ছে। আর গরমকে সামনে রেখে এবার কাপড়গুলোকে গরমে পরার উপযোগী করে তৈরি করা হয়েছে। দাম একটু বেশি হলেও কাপড়ের গুণগত মান ভালো ও পরার জন্য আরামদায়ক।


এছাড়া নগরীর ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ, নিউমার্কেট, গাউসিয়া, গুলিস্তান, মালিবাগ, মৌচাক, মতিঝিলসহ আরো কিছু এলাকার ফুটপাথগুলোতে শিশুদের ঈদ আয়োজনের কোনো কমতি নেই। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা তাদের সন্তানদের ঈদ আনন্দকে মাতিয়ে তুলতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ফুটপাথে। বিভিন্ন ডিজাইনের ও মানের কাপড় দিয়ে হকাররা তাদের দোকান সাজিয়েছেন। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য আলাদা লোক নিয়োগ দেয়া হয়েছে। হকাররা জানিয়েছেন, প্রচণ্ড গরম ও রোজার মধ্যে বেশি দামাদামি করে কাপড় বিক্রি করছেন না। এবং সীমিত লাভ করেই ছেড়ে দিচ্ছেন।


এদিকে নতুন পোশাকের পাশাপাশি জুতার দোকানেও ব্যস্ততা। পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতা বা স্যান্ডেল কিনে ঈদের আমেজটাকে আরো রঙিন করতে জুতার দোকানগুলোতেও ভিড়। দোকানিরাও ঈদকে সামনে রেখে শিশুদের জন্য নানা ডিজাইনের আরামদায়ক জুতা ও স্যান্ডেল বাজারে এনেছেন বিভিন্ন শোরুমে। বাটা, এপেক্স, জেনিস, লোটো, লেদারটেক, বে, অরিয়নের শোরুম ছাড়াও ধানমন্ডি, বনানী, এলিফ্যান্ট রোড, গুলশানের বিভিন্ন দোকানগুলোতেও শিশুদের ব্র্যান্ড, নন-ব্র্যান্ডের জুতার পসরা সাজিয়েছেন দোকানিরা। বাহারি ডিজাইনের এসব জুতা খুব সহজেই শিশুদের আকৃষ্ট করছে।

 

ধানমন্ডি থেকে ছেলেমেয়ে নিয়ে এসেছেন বসুন্ধরায় কেনাকটা করেত এসেছেন সালমা সুলতানা। তিনি বলেন, প্রতিবছর আমি বাচ্চাদের পোশাক আগে কিনি। পরে বড়দের কাপড়। বসুন্ধরা থেকে বাচ্চাদের কাপড় কিনেছি।  তবে এবছর জিনিসপত্রের দাম বেশ চড়া।