ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৪:৩৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তসলিমা নাসরিনের বই বেশি চলে: মেহেরান সানজানা

শারমিন সুলতানা | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

প্রকাশক মেহেরান সানজানা। ছবি : উইমেননিউজ২৪.কম

প্রকাশক মেহেরান সানজানা। ছবি : উইমেননিউজ২৪.কম

মেহেরান সানজানা মিডিয়া লাইনে কাজ করছেন দীর্ঘদিন ধরে। মিডিয়ার কাজের সূত্র ধরেই জানাশোনা প্রবীণ লেখক থেকে শুরু করে তরুণ প্রগতিশীল লেখকদের সঙ্গে। আর এই জানাশোনা থেকেই প্রকাশনা প্রতিষ্ঠান দেওয়ার পোকা ঢোকে মাথায়।
 
তবে সব্যসাচী প্রকাশনের স্বত্বাধিকারী মেহেরান সানজানার বইয়ের প্রতি ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। ভালোবাসতেন বই পড়তে। কথায় কথায় স্মৃতিচারণ করলেন সেই স্কুল জীবনের। স্কুলের পড়া বাদ দিয়ে পড়তেন গল্প, উপন্যাস। আর সেটার জন্য যে মায়ের কাছে কতো বকুনি খেয়েছেন তার ইয়ত্তা নেই। কখনো সখনো পিটুনিও খেতে হয়েছে তাকে। তবুও থেমে থাকেনি সাহিত্য চর্চা। পড়ালেখার পাশাপাশি সমান তালে চালিয়ে গেছেন তিনি লেখালেখি। লিখতেও ভালোবাসেন তিনি। তবে এখন পর্যন্ত কোন বই বের হয়নি। 

ভবিষ্যতে  তার কোনো লেখা বই আকারে আসবে কিনা জানতে চাইলে উইমেননিউজ২৪.কম-কে তিনি বলেন-আমি মাঝে মঝে টুকটাক গল্প ও কবিতা লিখি। এখনো লেখায় সেভাবে হাত পাঁকাতে পারিনি। তবে হ্যাঁ ভবিষ্যতে ইচ্ছা আছে আমার লেখাগুলোকে বই আকারে বের করার।

সব্যসাচী প্রকাশনা থেকে এবারে কতোটি বই বের হয়েছে জানতে চাইলে জানান-জিয়াউর রহমান জিয়ার নির্বাচিত গান কবিতা, সজল জাহিদের লাদাখ ভ্রমণের উপর লেখা ভ্রমণ কাহিনী পার্পল ড্রিম, সুরাইয়া সুলতানার তুমি আমার প্রথম কদম ফুলসহ মোট চারটি বই এসেছে। তবে ছাপার কাজ চলছে আরো কিছু বইয়ের।

কথা বলতে বলতেই বাড়ে ক্রেতা সমাগম। ক্রেতাদের মধ্যে কয়েক জনকে দেখলাম তসলিমা নাসরিনের গল্প বইটির খোঁজ করছে। ক্রেতা চলে যেতেই জানতে চাইলাম বইটি এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে কিনা। 

প্রকাশক মেহেরান সানজানা বললেন-তসলিমা নাসরিনের কবিতার বই প্রকাশিত হয়েছে গতবারের বই মেলায়। এখন তো তসলিমা নাসরিনের বই খুব একটা প্রকাশিত হয় না আমাদের দেশের প্রকাশনাগুলো থেকে। এজন্য গতবারেও যেমন বেশি চাহিদা ছিলো বইটির এবারেও তেমন এই বইটির চাহিদাই সবচেয়ে বেশি। 

গত চার বছর ধরে মেহেরান সানজানা প্রকাশনা ব্যবসার সাথে জড়িত আছেন। তেমন প্রতিবন্ধকতার মুখোমুখি তাকে হতে হয়নি। তাছাড়া এই ব্যবসাতে স্বামীর পুরোপুরি সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি।