নস্টালজিয়া ছাড়িয়ে নতুন পথে মটোরোলা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে প্রযুক্তির বড় মেলা সিইএস ২০২৬। সেখানেই নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে মটোরোলা। ফোনটির নাম মটোরোলা রেজর ফোল্ড। এটি কোম্পানির প্রথম বই-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন।
এত দিন রেজর মানেই ছিল ফ্লিপ ফোন। নস্টালজিয়ার আবরণে মোড়া ডিজাইন। কিন্তু এবার ভিন্ন পথে হাঁটল মটোরোলা। রেজর ফোল্ডকে আনা হয়েছে উৎপাদনশীলতার প্রতীক হিসেবে।
মটোরোলা জানিয়েছে, এই ফোন মূলত কাজ ও বিনোদনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারিক দিককে।
ফোনটি বন্ধ অবস্থায় দেখতে সাধারণ স্মার্টফোনের মতো। এতে রয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চির বড় এক্সটারনাল ডিসপ্লে। এই স্ক্রিনে দৈনন্দিন কাজ সহজে করা যাবে। মেসেজ দেখা যাবে, ইমেইল পড়া যাবে। অ্যাপ ব্যবহারেও আলাদা অসুবিধা হবে না।
ফোনটি খুললে দেখা যাবে বড় পর্দা। ভিতরে রয়েছে ৮ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি ২কে এলটিপিও স্ক্রিন। এই পর্দা বিশেষভাবে মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি। একসঙ্গে একাধিক অ্যাপ চালানো যাবে। বড় স্ক্রিনে কাজ করার সুবিধা মিলবে।
মটোরোলার দাবি, এই ফোন কাজের গতি বাড়াবে। ডকুমেন্ট দেখা সহজ হবে। ভিডিও কল বা প্রেজেন্টেশনেও সুবিধা মিলবে। এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ানো হয়েছে। মটোরোলা জোর দিচ্ছে অন-ডিভাইস এআইতে। নতুন দুটি ফিচারের কথা জানিয়েছে তারা। একটি হলো ‘ক্যাচ মি আপ’। অন্যটি ‘নেক্সট মুভ’।
‘ক্যাচ মি আপ’ ব্যবহারকারীকে গুরুত্বপূর্ণ তথ্য দেখাবে। মিস হওয়া নোটিফিকেশন তুলে ধরবে। ‘নেক্সট মুভ’ পরবর্তী করণীয় সাজেস্ট করবে। এর ফলে অ্যাপ বদলাতে হবে কম। কাজ হবে আরও দ্রুত।
এই এআই সিস্টেম চালিত হচ্ছে নতুন প্ল্যাটফর্মে। এর নাম মটোরোলা কিরা। এটি একটি ইউনিফায়েড এআই প্ল্যাটফর্ম। মটোরোলা ও লেনোভো ডিভাইস একসঙ্গে যুক্ত করবে। একজন সহকারী হিসেবেই কাজ করবে কিরা।
ক্যামেরার দিক থেকেও ফোনটি শক্তিশালী। রেজর ফোল্ডে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রতিটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেলের। এর মধ্যে রয়েছে পেরিস্কোপ টেলিফটো লেন্স। এতে দূরের ছবি তোলা সহজ হবে।
এ ছাড়া আছে আলাদা সেলফি ক্যামেরা। একটি ভেতরের স্ক্রিনে। আরেকটি বাইরের স্ক্রিনে। ভিডিও রেকর্ডিংয়ে রয়েছে ডলবি ভিশন সাপোর্ট। স্ট্যাবিলাইজেশন সুবিধাও যুক্ত করা হয়েছে।
ক্যামেরার মূল সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সনি লাইটিয়া সেন্সর। মটোরোলার দাবি, এই সেন্সর কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম।
রেজর ফোল্ডে থাকছে স্টাইলাস সাপোর্ট। এই ফিচার ফোনটিকে আরও সিরিয়াস করে তুলেছে। নোট নেওয়া যাবে। ড্রয়িং করা যাবে। ডিজাইন বা অফিস কাজেও ব্যবহার বাড়বে।
সিইএস ২০২৬-এ আরেকটি বিশেষ সংস্করণও দেখিয়েছে মটোরোলা। এটি ফিফা বিশ্বকাপ ২০২৬ এডিশন রেজর। এই ফোনে থাকবে কাস্টম ডিজাইন। থাকবে বিশেষ সফটওয়্যার ফিচার। বিশ্বকাপ উপলক্ষে এটি আনা হয়েছে।
তবে এখনো দাম ও বাজারে আসার সময় জানানো হয়নি। কোম্পানি এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রিমিয়াম সেগমেন্টেই আসবে।
সব মিলিয়ে রেজর ফোল্ড একটি বড় পদক্ষেপ। নস্টালজিয়া থেকে সরে এসে মটোরোলা এবার ব্যবহারিক দিকেই জোর দিল। ফোনটি শুধু আকর্ষণীয় নয়, কাজেরও।
প্রযুক্তি বাজার এখন তাকিয়ে আছে পরবর্তী ঘোষণার দিকে। দাম ও প্রাপ্যতা জানা গেলেই রেজর ফোল্ডের আসল প্রভাব বোঝা যাবে।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন








