ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৩:১২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

নারী শিষ্যদের ধর্ষণ, ১০৭৫ বছরের জেল ধর্মগুরুর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

শিষ্যদের ধর্ষণ, ১০৭৫ বছরের জেল ধর্মগুরুর

শিষ্যদের ধর্ষণ, ১০৭৫ বছরের জেল ধর্মগুরুর

আদালতের সামনে বড়াই করে মুসলিম ধর্মগুরু আদনান ওকতার বলেছিল, ‘আমার এক হাজার বান্ধবী আছে’। কিন্তু তার কথা শেষ পর্যন্ত শুনতে রাজি হয়নি আদালত। যৌন নির্যাতনসহ নারীদের উপর অত্যাচারের একাধিক অভিযোগে ৬৪ বছরের জনপ্রিয় ধর্মগুরু ওকতারকে ১০৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

একটি বিশেষ গোষ্ঠীর প্রধান ওকতারের সংগঠনকে অনেকদিন আগেই অপরাধীদের গোষ্ঠী বলে চিহ্নিত করেছিল তুরস্কের প্রশাসন। ২০১৮ সালে এই সংগঠনের প্রধান ওকতার ও বেশ কয়েকজন অন্য প্রধানদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ওকতারের প্রতিক্রিয়াশীল ভাবনায় নারীরা ‘পোষ্য’ বলে বিবেচিত হত। টিভিতে যখন তাকে একা দেখা যেত না, সে সর্বত্র নারী পরিবেষ্টিত হয়ে থাকত। ধর্মগুরু দাবি করত, ‘তার জীবনে প্রেম বিলিয়ে চলাই লক্ষ্য। অশেষ প্রণয় তার হৃদয়ে আছে।’

এমনতর সংগঠন ও সংগঠনের প্রধানকে দু’বছর আগে গ্রেফতার করে পুলিশ। তারপর ২৩৬জন সন্দেহভাজনকে মামলায় যুক্ত করা হয়, যাদের মধ্যে ৭৮জনকে গ্রেফতার করে পুলিশ।

পরে ১৯৯০ সাল থেকে একাধিক যৌন কেচ্ছায় জড়িয়ে পড়তে দেখা গেছে ওকতারকে। কিন্ত ২০১১ সাল থেকে একাধিক মামলা জমতে থাকে তার নামে।

এক নারী জানান, ধর্ম প্রচারের নামে নৃশংস যৌন অত্যাচার করে ওকতার। পুলিশ পরে ওকতারের বাড়ি তল্লাশি করে ৬৯ হাজার গর্ভ নিরোধক পায়। যেগুলি জোর করে তার নারী অনুগামীদের খেতে বাধ্য করত এই ধর্মগুরু।