ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১১:৩০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় ডিইউজে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সাংবাদিকতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্যকে ‘অসৌজন্যমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (৩০ অক্টোবর) সংবাদ মাধ্যমে ডিইউজের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমানের পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সাংবাদিক সংগঠনটির সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। একই সঙ্গে তারা এ মন্তব্যের অবিলম্বে প্রত্যাহার চায়।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, নিজের দুর্বলতা ঢাকতে সাংবাদিকদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন মন্ত্রী। দেশের সাংবাদিকদের নিয়ে একজন মন্ত্রীর এ ধরনের মন্তব্য অসম্মানজনক, অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের মন্তব্য মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করে। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করা অনভিপ্রেত বলে জানান তারা।

সাংবাদিক ও সংবাদ মাধ্যম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর হতে বাধ্য হবে।

গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি অনেক সাংবাদিককে বলেছি আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেন এতো নিম্নমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।