প্রতিরোধই স্তন ক্যান্সারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
স্তন ক্যান্সার নিয়ে যত উদ্বেগ, তার বড় অংশই ঝুঁকি নয় বরং দুর্বল সচেতনতাবোধ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সময়মতো পরীক্ষা, আত্মপরীক্ষার অভ্যাস আর নিজের প্রতি খানিক দায়িত্ববোধ— এই তিনটি মিলেই রোগটিকে প্রাথমিক পর্যায়ে আটকে দেওয়া সম্ভব। চিকিৎসার জটিল পথের চেয়ে প্রতিরোধই অনেক বেশি কার্যকর, সহজ এবং সবার নাগালের মধ্যে।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে “আমরা নারী” এবং “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
আলোচনায় চিকিৎসক, সংগঠক ও শিক্ষাবিদরা জানান, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও অনেকেই দেরিতে চিকিৎসা নেন; অথচ নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা এবং শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া স্বাস্থ্যশিক্ষা এই মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. লায়লা শিরিন। তিনি বলেন, “স্তন ক্যান্সার প্রতিরোধের মূল চাবিকাঠি সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর নিজের প্রতি যত্নশীল থাকা। প্রতিটি নারী যদি নিজের শরীর সম্পর্কে বোঝেন, ব্যথা–অস্বস্তি বা পরিবর্তনগুলো খেয়াল করেন, তাহলে উপকৃত হবে পুরো পরিবার ও সমাজ।”
সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার বলেন, “ক্যান্সারমুক্ত সমাজ চাইলে সচেতনতার বীজ রোপণ করতে হবে শিক্ষাঙ্গনেই। শিক্ষার্থীরা যদি শিখে ফেলে কীভাবে নিজেদের যত্ন নিতে হয়, তারা ঘরে ফিরে পরিবারকেও সচেতন করবে। এভাবেই তৈরি হয় সামাজিক আন্দোলন।”
সংগঠনটির প্রতিষ্ঠাতা এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, “আমাদের গবেষণা প্রতিষ্ঠান নারীর অধিকার, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য ও সচেতনতা নিয়ে নিয়মিত গবেষণা করে। আমাদের লক্ষ্য— প্রতিটি শিক্ষার্থীকে সচেতনতার দূত হিসেবে গড়ে তোলা।”
আমরা নারী-র নির্বাহী সদস্য রোখসানা আক্তার রূপী বলেন, “স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য। কিন্তু বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী আক্রান্ত হন, যাদের অর্ধেক মারা যান দেরিতে চিকিৎসা পেতে পেতে। নিয়মিত আত্মপরীক্ষা, সচেতনতা আর প্রথম দিকে চিকিৎসা নিলে এই মৃত্যুহার নাটকীয়ভাবে কমে যেতে পারে।”
সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞরা বিষয়টিকে সরাসরি ব্যাখ্যা করেন। তাদের মতে, “স্তনের কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখনই ক্যান্সার সৃষ্টি হয়। নিয়মিত পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং সেই পর্যায়ে চিকিৎসা সবচেয়ে বেশি সফল।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন এ. কে. এম. মহসিন, বখতিয়ার রানা, শাহনাজ পলি ও মাসুমুর রহমান খলিলী। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাহমুদুজ্জামান।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন





