ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

ফ্যাসিবাদ ঠেকাতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৪ বছরের জঞ্জাল পরিষ্কার করে দেশকে ঐক্য ও সমৃদ্ধির পথে এবং জনগণের ক্ষমতায়নের দিকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিগত দিনের ধারা বদলাতে এ বছর দুটি ভোট দিতে হবে। তাই ভোটারদের মতামত প্রকাশে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররাও ভোট দিতে মুখিয়ে রয়েছেন। তবে এখনও কিছু মানুষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের প্রেতাত্মা সমাজে রয়ে গেছে, যারা নির্বাচনকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বিগত ধারার পরিবর্তন আনতে হলে এ বছর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই যোদ্ধাদের প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ গঠন ও স্বৈরাচারী ব্যবস্থা বন্ধে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে। অন্যথায় দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়তে পারে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের নেতারা।

বক্তারা ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদ রুখে গণতন্ত্রকে স্থায়ী করতে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘পরিবর্তনের চাবি, জনগণের হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোটের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।