ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

‘বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজম্যান্ট নিয়ে কোনো কাজ হয়নি’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৬ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ ও তা বাস্তবায়নে নানা পরিকল্পনা দিতে হবে বলে দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ইশতেহার নিয়ে ‘রোড টু গ্রিন ম্যানিফেস্টো ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস’ শীর্ষক ম্যানিফেস্টো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ দাবি জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে প্রজন্ম জুলাই আন্দোলন করতে পারে, সেই প্রজন্ম বায়ুদূষণসহ নানা ধরনের দূষণরোধে কাজ করতে পারে। এ প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি সমাজসচেতন। বর্তমান প্রজন্মের কাছে সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রত্যাশা করছি। পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়নে নানা পরিকল্পনা দিতে হবে নির্বাচনি ম্যানিফেস্টোতে। পরিবেশ দূষণরোধে আপনাদের নির্বাচিত সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগতদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, যেকোনো প্রকল্প গঠন ও পরিকল্পনার আগে প্রকল্পের রোডম্যাপ থাকতে হবে। একটি দেশের দেড় বছরের মধ্যে সংস্কার করা সম্ভব নয়। এ সময়ে তবুও কিছু বড় কাজ হয়েছে। কিছু প্রকল্পের কাজ শুরু কারা পরিকল্পনার কাজ এগিয়ে রাখা হয়েছে। দেশের জনগণের দেখতে হবে দেখতে হবে উন্নয়ন শুরু হয়েছে।

বায়ু দূষণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, গত বছরে ১০৬টা ইটভাটা চলেছে। আমাদের ১৩ শতাংশ বায়ুদূষণ হয় ইটভাটা, নির্মাণসামগ্রী উন্মুক্ত রাখা, রাস্তার ধুলা এবং বর্জ্য পোড়া। ৬ শতাংশ আছে পুরানো বাস থেকে। গাড়ির কালো ধোঁয়া বন্ধে একটা স্ক্রাব পলিসি করা হয়েছে। এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ঢাকা শহরে ফিটনেসবিহীন গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয়ে পরিবেশ দূষিত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ঢাকা শহরে চলাচলকারী যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। সরকার ২৮ হাজার ফিটনেসবিহীন বাস সড়ক থেকে সরাতে পারেনি। বিআরটিএকে তা নিয়ে জানতে চাওয়া হয়েছে। বিআরটিএকে বলা হয়েছিল সড়কে এসব ফিটনেসবিহীন গাড়ি চলাচলে আপনারা অনুমোদন দেন কী করে। বায়ু দূষণ কমাতে প্রায় ১০০টা ইলেকট্রিক বাস আনতে একটা প্রকল্প একনেক সভায় অনুমোদন করা হয়েছে।

জনস্বাস্থ্যে বায়ুদূষণ রোধে দেশে জেলা ও উপজেলার ইটভাটার মালিকদের নিয়ে মিটিং করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, মিটিংয়ে বলেছি ১০৬ট ইটভাটা ঢাকার ১ কোটি ৮০ লাখ মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। ফলে এবার আপনারা সাভারে ইটভাটা চালাবেন না। আমরা সাভারকে ডিগ্রেডেড এয়ার সেড হিসেবে ঘোষণা করেছি। বাংলাদেশের কোথাও এর আগে ডিগ্রেডেড এলাকা ঘোষণা করা হয়নি।

উপদেষ্টা বলেন, বায়ুদূষণ, পানিদূষণ, শব্দদূষণ ও পরিবেশ দূষণরোধে নির্বাচনের পর নতুন যে সরকার আসবে তাদের এসব নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি চীনের বেইজিংয়ের সফলতার উদাহরণ টেনে বলেন, সরকারের পাশাপাশি জনসাধারণের সচেতনতার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে হবে।

এ সময় ফারাক্কা বাঁধ ও তিস্তা বাঁধ নিয়ে উপদেষ্টা বলেন, তিস্তা বাজেট বাস্তবায়ন করতে চীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৫৪ বছরে বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজম্যান্ট নিয়ে কোনো কাজ হয়নি। বর্জ্য ব্যবস্থাপনাকে সুষম ব্যবহার করতে হবে। তাতে বায়ু দূষণ কমবে। পরবর্তী সরকার এলে বর্জ্যকে রিসাইক্লিং করে তার সারে পরিণত করার উদ্যোগ গ্রহণ করার জন্য পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে ব্রাইটারনের চেয়ার ফারিহা আমিরের সঞ্চালনায় বক্তৃতা করেন, ম্যানিফেস্টো টকের আহ্বায়ক হাবিবুর রহমান, সিপিআরডি’র প্রতিনিধি মো. শামসুদ্দোহা, সিইজিআইএস’র নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, ডিএনসিসি’র প্রশাসক মো. আজাদ, এনসিপ’র আরিফুল ইসলাম প্রমুখ।