ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ৬:১৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ হজের ফ্লাইট শুরু ৯ মে পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

‘বীরঙ্গনা’রা সকলের মাতৃতুল্য : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

সমাজকল্যাণ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের বীরঙ্গনা মা বোনের নাম, তাদের ত্যাগ বাঙালি জাতীর ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতিটি বীরঙ্গনা এদেশের প্রতিটি বাঙ্গালির কাছে মাতৃতুল্য।

সোমবার সন্ধ্যায় ‘চেষ্টা’ আয়োজিত রাজধানীর ঢাকা ক্লাবে বীরঙ্গনা নারীদের সম্মাননা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, নিজ মাকে যেমন শ্রদ্ধার সাথে দেখতে হয় তেমনি আমাদের প্রতিটি বীরঙ্গনা মাকেও সেই শ্রদ্ধা নিয়ে দেখতে হবে। বর্তমান সরকার সকল মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রতিটি বীরঙ্গনা মায়ের প্রতি যত্নশীল। সমাজকল্যাণ মন্ত্রণালয় বীরঙ্গনা সকল মায়েদের সম্ভাব্য সব ধরনের সুবিধার নিশ্চয়তা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে পাঁচজন বীরঙ্গনা ব্রাম্মনবাড়িয়ার রিজিয়া বেগম, নরসিংদীর রাজিয়া বেগম, বরিশালের লুৎফা বেগম, কুমিল্লার নুরজাহান বেগম এবং হবিগঞ্জের সন্ধ্যারাণীকে সম্মাননা স্মারকের পাশাপাশি নিজ নিজ ইচ্ছা অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার মাধ্যমে দেড় লাখ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাম প্রকাশে অনৈচ্ছুক বর্তমান প্রজন্মের জনৈক ব্যাঙ্ক কর্মজীবী নারী এই বীরঙ্গনা মহীয়সী নারীদের চিকিৎসা সেবার জন্য অতিরিক্ত আরো পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।

‘চেষ্টা’ এর সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম হারুন-অর-রশিদ (বীর প্রতীক), চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন।