ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৩:০৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আই হ্যাভ অ্যা প্ল্যান… পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার ইন্টারনেট শাটডাউন চিরতরে নিষিদ্ধ করল সরকার

ব্যারিস্টার মঈনুলের সব সংবাদ বর্জনের আহবান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫০ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

ব্যারিস্টার মঈনুল হোসেন

ব্যারিস্টার মঈনুল হোসেন

নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের সব সংবাদ ৭ দিন বর্জনের জন্য সম্পাদকদের প্রতি আহবান জানিয়েছেন নারী সাংবাদিকরা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। 



গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিলো। এ সময় ব্যারিস্টার মঈনুলের কাছে সাংবাদিক মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল “সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব আপনি করছেন কিনা?” এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, “আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই”।

 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার মঈনুল হোসেনের এই বক্তব্য শুধু নারীর জন্য নয় সকল নাগরিকের জন্য অবমাননাকর, আপত্তিকর ও চরম অসহনশীলতার পরিচায়ক। তার মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এ ধরনের শব্দচয়ন উদ্বেগজনক এবং ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য বিপজ্জনকও বটে।

 

এতে আরো বলা হয়, সুতরাং, এই বক্তব্য প্রত্যাহারপূর্বক তার কাছ থেকে একটি প্রকাশ্য মার্জনা প্রার্থণা দাবি করা হচ্ছে দেশের সকল সচেতন নাগরিকের পক্ষ থেকে। কিন্তু এখনও ব্যারিস্টার মইনুলের কাছ থেকে সেরকম কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। উপরন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সাংবাদিকদের প্রতি চরম অবমাননাকর প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে মাসুদা ভাট্টিকে লক্ষ্য করে চালানো অপপ্রচার সকল সীমা অতিক্রম করছে। এমতাবস্থায়, তার নিরাপত্তা সংকটও তৈরি হয়েছে।

 


সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, আমরা মনে করি, এই অবস্থায় ব্যারিস্টার মঈনুল হোসেন এই আপত্তিকর বক্তব্য দেওয়ায় এবং এখনও জনসম্মখে ক্ষমা না চাওয়ায় তাকে সব ধরনের সংবাদ, অনুষ্ঠান এবং টক শো থেকে বয়কট করার জোর আহবান জানাচ্ছি। আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সম্মান রক্ষার্থেই এই দাবি সঙ্গত বলেও আমরা মনে করি।