ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ২৩:৩৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ভারতে একদিনে করোনা শনাক্তে ফের রেকর্ড, মৃত্যু ৫৮২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ভারতে ২৯ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে এই পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ। সবমিলিয়ে ভারতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ১৮১ জন।

আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৫৮২ জনের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সেখানে এই নিয়ে মোট ২৪ হাজার ৩০৯ জন করোনায় মারা গেলো।

ভারতে শুধু মহারাষ্ট্রেই মারা গেছে ১০ হাজার ৬৯৫ জন। আর রাজধানী দিল্লিতে ৩ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, তামিলনাড়ুতে ২ হাজার ৯৯, গুজরাটে ২ হাজার ৬৯, উত্তরপ্রদেশে ৯৮৩, পশ্চিমবঙ্গে ৯৮০, কর্নাটকে ৮৪২, মধ্যপ্রদেশে ৬৭৩, রাজস্থানে ৫২৫ ও অন্ধ্রপ্রদেশে ৪০৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বাধিক মৃত্যুর পাশাপাশি সংক্রমণেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৬৬৫ জন। তামিলনাড়ু ও দিল্লিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩২৪ জন। আর রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৪৬ জন।

-জেডসি