ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ০:০১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

রাত ১২টায় ব্রাজিল-বেলজিয়াম যুদ্ধ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৪ এএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

সারা বিশ্বজুড়ে নর-নারী বুদ হয়ে রয়েছে ফুটবলে। কাপের লড়াইয়ে কে এগিয়ে তা নিয়ে চলছে কঠিন সমীকরণ। প্রিয় দলের পক্ষে চলছে তুমুল তর্ক-বির্তক। ঠিক এ অবস্থায় আজ শুক্রবার শুরু হচ্ছে প্রথম কোয়ার্টারফাইনাল। আজকের দুটি খেলার প্রথমটিতে রাত ৮টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ফ্রান্স। পরেরটিতে রাত ১২টায় মুখোমুখি হবে বেলজিয়াম-ব্রাজিল।

 

বেলজিয়াম-ব্রাজিলের শেষ চার সাক্ষাতে তিনটিতে জয় পেয়েছে ব্রাজিল৷ তিতের কোচিংয়ে শেষ ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল৷ কোয়ার্টার ফাইনালের আগে ২২ ম্যাচে হার হজম করেনি বেলজিয়ামও৷ তবে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্য এগিয়ে থেকেই শুক্রবার কাজান এরিনায় নামবে ব্রাজিল৷ তবে বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সবকটি ম্যাচ জিতে রয়েছে বেলজিয়াম৷

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ হারায় বেলজিয়াম৷ পরের ম্যাচে তিউনিশিয়াকে ৫-২ ও ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় রবের্তো মার্টিনেজের দল। শেষ ষোলোয় জাপানের বিরুদ্ধে ০-২ পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় ইউরোপের দলটি। গ্রুপ লিগ এবং প্রি-কোয়ার্টার মিলিয়ে এখনও তিনটি জয় পেয়েছে ব্রাজিল৷ সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ সফর শুরু করার পর টানা তিন ম্যাচ জিতেছে ব্রাজিল৷ পরপর তিন ম্যাচে ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল৷

 

তবে এ নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-বেলজিয়াম৷ তাও আবার ১৬ বছর পর৷ ২০০২ বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে রেড ডেভিলসদের ২-০ হারিয়েছিল সেলেকাওরা৷ প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রিভাল্ডো ও রোনাল্ডোর গোলে জয় পায় ব্রাজিল৷


পুতিনের দেশে বিশ্বকাপের আগের তিন বিশ্বকাপের মধ্যে দু’বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল৷ ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে লজ্জাজনকভাবে সাত গোল খেয়ে বিশ্বকাপ সফর শেষ করেছিল সেলেগাওরা৷ ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি বেলজিয়াম৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ০-১ হেরে বিশ্বকাপ সফর শেষ করেছিল তারা৷ স্বভাবতই এবার কোয়ার্টার ফাইনালের লড়াই জিততে মরিয়া মার্টিনেজের দল৷ অন্যদিকে বিশ্বকাপ জিতে গতবারের সাত গোলের লজ্জা মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও৷