ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৮:০৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৫ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সংগঠনের সদস্য লেখকদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।সম্মাননার জন্য বইসহ তথ্য আহ্বান করা হচ্ছে। ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বই জমা দেওয়া যাবে। শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে অংশ নিতে কয়েকটি শর্ত দেওয়া হয়।

শর্তাবলী:
১. শুধুমাত্র ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা আবেদন করতে পারবেন।

২. একজন লেখকের অন্তত প্রকাশিত দুটি বই থাকতে হবে।

৩. গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ এই ছয় ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে।

৪. একজন লেখক একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন।

৫. ‘দুটি ভিন্ন বই’ জমা দিতে হবে। বই জমা দেওয়ার সময় সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে, যেখানে বই দুটির নাম, প্রকাশনা প্রতিষ্ঠানের নাম, প্রকাশনার সালসহ সারসংক্ষেপের আলাদা দুটি অনুচ্ছেদ থাকতে হবে। একটি বইয়ের সারসংক্ষেপ অনধিক ৩০০ শব্দের মধ্যে হতে হবে।

৬. প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত দুইজনকে সম্মাননা দেওয়া হবে।

৭. নির্বাচিতদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। ৮. বইয়ের কপিরাইট বা অন্যান্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে। সংগঠন কোনো দায় নেবে না।

বই জমা দেওয়ার নিয়ম:
৫ জুন ২০২২ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সম্মাননার জন্য বই জমা দেওয়া যাবে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেওয়া যাবে)। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে।

৮. এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে।

৯. নিয়ম না মেনে বই জমা দেওয়া হলে তা বাতিল বলে গণ্য হবে।

১০. নির্বাচিতদের অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।