ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শীতে এসি যত্নে রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীতের শুরু হতেই প্রায় প্রতিটি বাড়িতেই বন্ধ হয়ে যায় এসি। এখন আর ঠান্ডা বাতাসের প্রয়োজন নেই, তাই অনেকেই সেটিকে অবহেলায় ফেলে রাখেন। কিন্তু এই অবহেলাই আপনার দামি এয়ার কন্ডিশনারকে আগামী গরমে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে এসি ব্যবহার বন্ধ থাকলেও সেটিকে খোলা অবস্থায় না রেখে সঠিকভাবে প্যাক করে রাখা অত্যন্ত জরুরি। কারণ, দীর্ঘদিন ব্যবহৃত না হলে এসির ভেতরে ধুলো, ময়লা, এমনকি আর্দ্রতা জমতে শুরু করে। ফলে যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।

অনেক সময় দেখা যায়, মাসের পর মাস বন্ধ থাকার পর যখন এসি চালানো হয়, তখন কুলিং ঠিকমতো হয় না বা গ্যাস লিক করে। এই সব সমস্যার মূল কারণই হল রক্ষণাবেক্ষণের অভাব। তাই শীতে এসি বন্ধ করার আগে কিছু সহজ ধাপ মেনে চললে যন্ত্রটি দীর্ঘদিন ঠিক থাকবে।

প্রথমেই এসির ফিল্টার ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভেতরে জমে থাকা ধুলো বা ছত্রাক পুরোপুরি সরিয়ে ফেলুন। তারপর সেটি শুকিয়ে নিন। বাইরের অংশটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন যাতে আর্দ্রতা না থাকে।

এরপর এসিকে ভালোভাবে পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে ধুলো বা পানি ঢুকতে না পারে। বাইরের ইউনিটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। চাইলে প্লাস্টিক কাভার ব্যবহার করতে পারেন।

এই সামান্য যত্ন নিলে আপনার এসি অনেক বছর ভালো থাকবে। আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে যখন আবার গরম পড়বে, তখন আপনি দেখবেন আপনার এসি ঠিক আগের মতোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো লিকেজ বা কুলিং সমস্যা নেই।

এসি একটি দামি এবং সংবেদনশীল যন্ত্র। তাই সামান্য অবহেলায় সেটি নষ্ট হয়ে যেতে পারে। যত্ন নিলে শুধু যন্ত্রটাই নয়, আপনার পকেটও বাঁচবে।