ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৬:০৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

সবজিতে স্বস্তি, কমেছে পেঁয়াজের ঝাঁঝ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীতের শুরুর দিকে বাজারে শাক-সবজির দাম চড়া থাকলেও এখন এসব শাক-সবজির দাম হাতের নাগালে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। বাজারে সবজির সরবরাহও প্রচুর। শীতের এই পুরো সময়ে তরিতরকারির সরবরাহ ঠিক থাকলে বাকি সময়টাও দাম সাধ্যের মধ্যে থাকবে বলে জানান তাঁরা।

অন্যদিকে, বাজারে দেশি নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি অব্যাহত আছে বিভিন্ন দেশ থেকে আমদানি। এই দুই কারণে বাজার ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা, মিশরের ২০ ও পাকিস্তানি পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে যে পাকিস্তানী পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে তা আজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। বাজারে পাঁচ থেকে ১০ টাকা কমেছে প্রায় সব ধরনের মৌসুমি সবজির দাম। ২০০ থেকে আড়াইশ টাকা কমেছে ইলিশের দামও।

বাজারে সরবরাহ বাড়ছে শীতের মৌসুমি সবজি। দামও কমেছে বেশ খানিকটা। দাম স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের মাছের। তবে আড়াইশ টাকা পর্যন্ত কমেছে ইলিশের। কমতে শুরু করেছে চালের দামও। নতুন চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা।

বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ টাকা, খাসির মাংস ৮০০ ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।