ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৩:০৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

সাংবাদিক মহসিন চৌধুরীর মেয়ে সামিহা আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী (১৯) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 
 
রুদবা সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। মঙ্গলবার (২১ জুন) ভোর ৫টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

সামিহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।  

সামিহা রুদবা চৌধুরী এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করেন। জেএসসি ও এসএসসি পরীক্ষাতে তিনি জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেন। 

জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদে রুদবার প্রথম জানাজা এবং আছরের নামাজের পর পটিয়া উপজেলার এয়াকুদণ্ডীর নেয়াজি মুন্সী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

রুদবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।