সিলেট থেকেই নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার তাঁর সিলেটে যাওয়ার কথা। তিনি সেখানে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট; বগুড়া তাঁর নির্বাচনী এলাকা। তিন দিনের জন্য তিনি এসব এলাকা সফরে যেতে পারেন বলে দলের কয়েক নেতা জানিয়েছেন।
গুলশান কার্যালয়ে প্রথমবার
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবার বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারোর পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়। গুলশান অ্যাভিনিউর বাসা থেকে গতকাল রোববার দুপুর ১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়ি এই কার্যালয়ে প্রবেশ করে।
কার্যালয়ে এসে পৌঁছলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বগুড়া জেলার নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে দোতলায় নিজের কক্ষে গিয়ে বসেন। সেখানে নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দল মনোনীত প্রার্থী হিসেবে ফরম পূরণ করেন।
এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
ভোটার হলেন
নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। ভোটার হয়েছেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। গতকাল ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান অ্যাভিনিউর ভোটার হয়েছেন। সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান।
রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরপর গুলশান কার্যালয়ে বসেই তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। আজ সোমবার জমা দেওয়া হবে। গতকাল রাতে ঢাকা-১৭ আসন এলাকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় সংগত কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান।
মাকে দেখতে হাসপাতালে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তাঁর ছেলে তারেক রহমান। রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়ে রাত ১২টা ৮ মিনিটে বেরিয়ে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন। এর আগে রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে আসেন তাঁর শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া এদিন হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন










