ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:০২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’

সৃজিতের সিনেমায় সোহিনীর পরিবর্তে মিমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার বড়পর্দায় আসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালকের আগামী ছবি ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-ছবিতে একের পর এক বদল! প্রযোজক বদলের কথা আগেই জানা গিয়েছিল। এখন প্রযোজনার দায়িত্বে ‘নন্দী মুভিজ’। আর এবার নায়িকা বদল। কেন এই পরিবর্তন?

প্রথমে ঘোষণা হয়েছিল, সৃজিতের ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার, আবীর চট্টোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীকে। কিন্তু নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পরে বেশ কিছু ‘মুখ’ বদলেছে। যেমন সোহিনী সরকারের পরিবর্তে মিমি, রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার।

কিন্তু কেন এত পরিবর্তন? সৃজিত জানিয়েছেন, সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্ত কেন, তার সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক। কিন্তু এখন প্রশ্ন, ছবির অভিনেতা, অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রে পরিচালকের সিদ্ধান্তই কি তা হলে সব নয়? সৃজিতের উত্তর, ‘অনেক ক্ষেত্রে তা হয় না। আসলে অভিনেতাদের বাছাইয়ের ক্ষেত্রেও তো অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে।’

এ প্রসঙ্গে প্রযোজক প্রদীপকুমার নন্দীর বক্তব্য, ‘প্রথমত সৃজিতদার সঙ্গে কাজ করছি। খুবই খুশি আমরা। আর আগে কী ঠিক হয়েছিল সেটা আমাদের সেভাবে জানা ছিল না। নতুন করে সবটা সাজানোর পরিকল্পনা করি আমরা। আর মিমিও অসাধারণ অভিনেত্রী। তা বলে সোহিনী ভাল নয় বলছি না। কারণ, ওর সঙ্গে আমরা সম্প্রতি কাজও করলাম।’

তবে বাকিদের ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত পরিচালকের। সৃজিত বলেন, ‘রুদ্রনীল আর আমি দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি ওই চরিত্রে বুদ্ধদেব দাসকেই মানাবে। আর কাকাবাবুর জন্য সত্যম অনেকটা ওজন বাড়িয়েছে। এদিকে, এই ছবির চরিত্রের জন্যও নির্দিষ্ট কিছু চাহিদা আছে। তাই ঋককে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিটি ঘোষণার পর থেকে একের পর এক বদল হয়েছে। এক ধরনের পরিকল্পনার মাঝে এই ধরনের ব্যাঘাত হলে অসুবিধা হয় না পরিচালকের? সৃজিত বলেন, ‘অবশ্যই অসুবিধা হয়। নভেম্বরে শুটিং শুরু করে দেওয়ার কথা ছিল। প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে। প্রচুর মানুষ জড়িয়ে, তারা বেশিরভাগই ফ্রিল্যান্সার। মাসিক বেতন নেই। সে ক্ষেত্রে পরিকল্পনায় ব্যাঘাত হলে অনেক মানুষের অসুবিধা হয়ে যায়।’ তবে এখন সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শুটিং শুরু করবেন পরিচালক।

মিমির সঙ্গে বেশ কিছু দফায় মিটিংও হয়ে গিয়েছে এর মধ্যে। ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’— দু’টি ছবিতে নায়িকার সহ-অভিনেতা হিসাবে কাজ করলেও। এই প্রথম সৃজিতের পরিচালনায় নায়িকা। ছোটপর্দার সেই সাবেকি মিমিকে ফিরে পাওয়ার আভাস দিয়েছেন পরিচালক। আর এই ছবির উপরি পাওনা, ছবির সঙ্গীত পরিচালকও সৃজিত নিজে। হাসতে হাসতে তিনি বললেন, ‘কেমন লাগবে, তা সময় বলবে। এর আগে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত পরিচালনার কাজ না করলেও, অভিজ্ঞতা আছে এই কাজের।’

মোট চারটি গান থাকবে এই ছবিতে। যার মধ্যে দুটি রবীন্দ্রসঙ্গীত। আর একটি গান লিখেছেন পরিচালক স্বয়ং। আর অন্যটি শ্রীজাতর লেখা। পুরো কলকাতাজুড়েই সেট করা হবে। তাই আরও একবার বড়পর্দায় আবীর-মিমির ম্যাজিক দেখার অপেক্ষায় দর্শক।