ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৯:৪২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

‘৭১-এর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাত্তরের ভুলের জন‍্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

জামায়াত আমির বলেন, ‘একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের অবস্থান ভুল ছিল। সেই ভুলের জন্য আমি এবং আমার দল নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

সভায় তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনমতের প্রতিফলন ঘটাতে গণভোট আয়োজনের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’ এ সময় তিনি জনসংখ্যা নিবন্ধন (পিআর), নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে সাংবিধানিক অধিকার অনুযায়ী দেশে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে।’

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, ‘ভারতের সঙ্গে জামায়াত সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে চায়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে আমরা।’