ঢাকা, মঙ্গলবার ০৮, জুলাই ২০২৫ ১৭:২১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১ কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি সংবর্ধনা শেষে ভুটান গেলেন দুই নারী ফুটবলার

আমার আম্মা লেখিকা রোমেনা আফাজ

মাহফুজ-উর-রহমান | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ পিএম, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার

১৯৬০ দশকে মা রোমেনা আফােজর সাথে তার কিশোর বয়সী সন্তান মাহফুজ-উর-রহমান

১৯৬০ দশকে মা রোমেনা আফােজর সাথে তার কিশোর বয়সী সন্তান মাহফুজ-উর-রহমান

আমার আম্মা লেখিকা রোমেনা আফাজ। অনেকেই তার লেখা "দস্যু বনহুর" সিরিজ বইটির ভক্ত ছিলেন। তিনি লেখা প্রায় ২৫০ টি সিরিজ বই ছাড়াও ৬০টির উপরে সামাজিক উপন্যাস লিখেছেন।

আম্মার লেখা উপন্যাসের মাঝে প্রায় ৬টি চলচ্চিত্র হিসাবে (সিনেমা) তৈরি হয়েছিল। যেমন ১৯৬৪ সালে তার লেখা উপন্যাস "কাগজের নৌকা" অবলম্বনে সিনেমা  তৈরি করেছিলেন পরিচালক সুভাষ দত্ত। পরে পরিচালক মস্তফা মাহমুদ "মোমের আলো" "মায়ার সংসার" "মধুমিতা" "মাটির মানুষ" সিনেমাগুলো পরিচালনা করেছিলেন। সর্বশেষে আম্মার লেখা সিরিজ বই থেকে "দস্যু বনহুর" সিনেমাটি সোহেল রানা পরিচালনা করেছিলেন ।

আম্মা জীবিতকালেই অনেক পুরষ্কার পেয়েছিলেন। যেমন ১৯৯৯ সালে গোয়েন্দা সাহিত্যে "অনন্যা শীর্ষদশ" পুরস্কার পান। বাংলা একাডেমি থেকে "লেখকের স্বপ্ন" নামের বইটি শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে স্বীকৃতি পায় । ১৯৯৯ সালে লেখিকা সংঘ থেকে গোয়েন্দা  সাহিত্য "অনন্যা শীর্ষদশ" পুরস্কার পান। ২০০০ সালে শহীদ দেওয়ান স্মৃতি সাহিত্য পদক পান । ২০০০ সালে বাংলা সাহিত্যিকী (রাজশাহী) কর্তৃক রোমাঞ্চ সাহিত্য সম্রাজ্ঞী সুললন স্বাধীনতা পদক এবং ২০০১ সালে নন্দিনী সাহিত্য ও পাঠচক্র কর্তৃক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ও কথা সাহিত্য পদক পান । ২০০৩ সালে সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ রাইটার্স ফোরাম একুশে পদক লাভ করেন এবং উনার মৃত্যুর পরে ২০১০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক "বাংলাদেশের স্বাধীনতা পদক" লাভ করেন। 

বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য তাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য বগুড়া পৌরসভার উদ্যোগে জলেশ্বরীতলায় তার নিজ বাসভবন সংলগ্ন প্রধান সড়কটি "রোমেনা আফাজ সড়ক" নামকরণ করা হয়েছে। 

আম্মা ২০০৩ সালের ১২ জুন বগুড়া শহরের জলেশ্বরীতলায় নিজ বাসভবনে পরলোক গমন করেন। 

লেখক পরিচিতি: মাহফুজ-উর-রহমান সাহিত্যিক রোমেনা আফাজের পুত্র। 
(লেখা ও ছবি ফেসবুক থেকে নেয়া)