ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৩:১৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

ঈদের প্রথম দিনে চিড়িয়াখানায় ছিলো না দর্শনার্থীর চাপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১০ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীবাসীর ঈদ বিনোদনের প্রধান কেন্দ্রস্থল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। তবে ঈদের প্রথম দিনে চিড়িয়াখানায় তেমন দর্শনার্থীর আগমন হয়নি। এদিন প্রায় ১২ হাজার মানুষের আগমন হয়েছে বলে জানা গেছে।

ঈদের দিনে সরেজমিনে দেখা গেছে, পরিবার বান্ধুবান্ধব নিয়ে অনেকে বেড়াতে এসেছেন। ঈদে চিড়িয়াখানায় বাড়তি বিনোদন উপভোগ করে বাড়ি ফিরে যেতে দেখা গেছে দর্শনার্থীদের। তবে ছিলো না দর্শনার্থীর চাপ।

সূত্রাপুর থেকে এসেছেন মোবারক হোসেন নামের একজন। ছুটি কম থাকায় দেশের বাড়িতে যাওয়া হয়নি। তাই ঢাকা থেকে গেছেন। কোরবানির ঝামেলা না থাকায় তিন বছরের মেয়ে ঝুমা ও স্ত্রীকে নিয়ে বেলা ১২টায় চিড়িয়াখানায় এসেছেন। বিকেল ৫টা পর্যন্ত ঘুরে বাড়ি ফেরেন।

মোবারক বলেন, বাড়ি যেতে পারিনি বলে ঈদের দিন ঘুরে বেড়াচ্ছি। সকালে এখানে এসেছি, সারাদিন ঘুরলাম। স্ত্রী ও সন্তানকে ঘুরে ঘুরে দেখালাম। এখানে এর আগে আমি আসলেও স্ত্রী ও সন্তান প্রথমবার এসেছে। সেজন্য একটু বেশি সময় নিয়ে বেড়িয়েছি।

বরিশাল থেকে পরিবার নিয়ে ঢাকায় চিকিৎসা করতে আসেন কবির। আত্মীয়র বাসায় থেকে যাওয়ায় ঈদের দিন পরিবার নিয়ে বেড়াতে এসেছেন।

চিড়িয়াখানায় প্রবেশের সময় তিনি বলেন, জাতীয় চিড়িখানা দেখতে পরিবারের সবাইকে নিয়ে এসেছি। তবে অনেক গরমে চিড়িয়াখানা পুরোটা বেড়ানো সম্ভব হবে কি না বুঝতে পারছি না। সঙ্গে ছোট বাচ্চারা আছে, যতক্ষণ পর্যন্ত দেখতে চাবে ততক্ষণ বেড়িয়ে মগবাজার বাসায় চলে যাবো।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মুজিবুর রহমান জানান, ঈদকে সামনে রেখে নানা ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। দর্শনাথীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। আগত দর্শনাথীদের সুবিধা দিতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পুরো সীমানাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ভাঙা খাঁচা ও সেড নতুন করে সংস্কার ও স্থাপন করা হচ্ছে। বাড়তি গাড়ি পাকিং সুবিধা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ঈদুল আজহার প্রথম দিন গরু কোরবানি দেয়ার বাড়তি চাপ থাকায় এদিন দর্শনার্থী কম হয়ে থাকে। সে কারণে ঈদের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন মানুষ আসেনি। বিকেল থেকে কিছুটা দর্শনার্থীর চাপ বাড়তে থাকে। এদিন মোট ১০ থেকে ১২ হাজার দর্শনার্থীর আগমন হয়েছে বলে জানান তিনি।