‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না’
ময়মনসিংহ প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে বিএনপির সুদৃঢ় অবস্থান রয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যসিবাদ এবং উগ্রবাদের স্থান আর হবে না।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে প্রাক- প্রীতি সম্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় খ্রিষ্টানসহ গারো সম্প্রদায়ের জনগণকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সেলিমা রহমান বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক সরকারি কর্তৃপক্ষ গঠন করা হবে। খ্রিষ্টান সম্প্রদায়ের খ্রিষ্টীয় ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং ধর্মীয় আচার ও অনুশীলন স্বাধীনভাবে পালনের সাংবিধানিক অধিকার বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করবে। শুধু রাজনীতি নয়, এটি বিএনপির মানবিক রাষ্ট্র নির্মাণের প্রত্যয়।
সেলিমা রহমান বলেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, এটি মানুষের নিরাপত্তা, মর্যাদা ও বিশ্বাসের জায়গা রক্ষার রাজনীতি। যে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, যেখানে রাষ্ট্র সবার। সেই বাংলাদেশ গড়াই আমাদের রাজনৈতিক সংগ্রামের লক্ষ্য।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এই এলাকার এমপি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে বাংলাদেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে সম্মিলিত জাতীয় উৎসবে পরিণত করবো। পাশাপাশি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য প্রদর্শনী ও গবেষণা কেন্দ্র স্থাপন, তাদের বসবাসরত এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণ, খেলার মাঠ, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন, রাস্তা ও সেতু নির্মাণ ও সংস্কার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে সহজ শর্তে ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কালচারাল একাডেমিকে পূর্ণাঙ্গ একাডেমিতে উন্নীতকরণসহ নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও উৎসব আয়োজনে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় খ্রিষ্টান নেতৃবৃন্দ প্রাক বড়দিনের অনুষ্ঠান অয়োজন করার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা কখনো প্রাক বড়দিন উদযাপন দেখি নাই। এই প্রথম হালুয়াঘাটে প্রাক বড়দিন উপলক্ষ্যে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের অয়োজন হলো। এজন্য হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো সমাজ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার প্রলয় স্নালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুশীল ঘাগ্রা, হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যন সুভ্রত রেমা, জেবিসির প্রেসিডেন্ট সুবন্ত রখো, চার্জ অব বাংলাদেশের শ্যামল রিছিম, অপুর্ব ম্রং প্রমুখ।
এদিকে অনুষ্ঠানের শুরুতে সেলিমা রহমান এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স খ্রিষ্টান ও গারো সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশুদের সাথে নিয়ে বড়দিনের কেক কেটে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।
- বিশ্বকাপ জয় প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য নেইমারের
- ঋণের চাপে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
- আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত
- ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা
- ‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’
- পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে
- ‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
- ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না’
- দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
- সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
- যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন চুক্তি
- শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন?
- দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা
- প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
- কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
- সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি
- গণভোট নিয়ে নানা শঙ্কা
- ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ
- বরের জুতা লুকানোয় সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে
- খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- নারী সাংবাদিকতার সংগ্রাম ও সম্ভাবনার দলিল
- ‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’
- পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল
- নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের
- আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার
- উসকানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় হামলা: উদীচী
- ‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী থাকা গুরুত্বপূর্ণ’
- তদন্তে জানা গেল, মেসিকে আনতে কত খরচ করেছে ভারত
- ফেসবুকে লিংক শেয়ারকারীদের জন্য দুঃসংবাদ











