ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:৩৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিলো বিডব্লিউওটি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এই নতুন তথ্য জানায়।

সংস্থাটি জানায়, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এ সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে, এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বিডব্লিউওটি আরও জানায়, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে তার সম্পর্কে আরও তিন থেকে চারদিন পরে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। কিন্তু এর প্রভাবে মাস শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, শৈত্যপ্রবাহ নিয়ে বিডব্লিউওটির আরেক পোস্টে বলা হয়, দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়লেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা নেই। তবে, এই সময় দেশের তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। অর্থাৎ দোলাচলে থাকবে আবহাওয়া। দেশজুড়ে পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত ‘এই শীত, এই গরম’ বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি চলবে।