ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ২:০৬:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহান বিজয় দিবস দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’

টাঙ্গাইলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ মে) রাত ২টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, সোমবার রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে নিহত ও বাবা গুরুতর আহত হন। মরদেহগুলো উদ্ধার করে ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।