ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

ট্রেনে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ঢাকামুখী মানুষের চাপ শনিবার (৭ মে) পর্যন্ত অব্যাহত রয়েছে। সড়ক ও নৌপথের মতোই কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে করে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।

ঈদ পরবর্তী অফিস-আদালত খুলে যাওয়ায় মানুষের চাপ বেড়েছে। আর ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। এতে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী। তবে ঢাকায় আসতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

শনিবার সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন হাজারও মানুষ। প্রতিটি ট্রেনই শতভাগ যাত্রী নিয়ে কমলাপুর পৌঁছেছে। এদিন ভোর থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। কোনো কোনো ট্রেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহনও করতে দেখা গেছে।

এদিন দুপুর ১টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত ১৫টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চোখে পড়ার মতো ভিড়। এই ভিড়কে সঙ্গী করেই জীবিকার প্রয়োজনে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ফিরছেন রাজধানীতে।

দিনাজপুর থেকে একতা এক্সেপ্রেসে আসা রকিবুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরে গিয়েছিলাম। ছুটি শেষে কাজে যোগ দিতে হবে, তাই পরিবারসহ ঢাকায় ফিরছি। তবে যাত্রীদের চাপ বেশি থাকায় কমলাপুরে ট্রেন আসতে দেরি করেছে।


জয়পুরহাট থেকে আসা সরকারি চাকরিজীবী হামিদুর রহমান বলেন, গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। লম্বা ছুটি কাটিয়েছি। তাই দ্রুতই ঢাকায় ফিরেছি। রোববার থেকে প্রথম অফিস করব। ঈদের সময় ট্রেনে যেতে যে ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছিল, ফিরতেও তার ব্যতিক্রম হয়নি। ট্রেনে যাত্রীদের অনেক চাপ ছিল। গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা। ট্রেনের আসন সংখ্যার তুলনায় দাঁড়ানো যাত্রী বেশি থাকার ফলে আসনে বসা যাত্রীদের কষ্ট হয়েছে বেশি।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘শনিবার সকাল থেকে একতা ও রংপুর এক্সপ্রেস ট্রেন দুইটি সময় মতো আসতে পারেনি। মূলত ঢাকা ফেরত যাত্রীদের চাপের কারণে ট্রেন দুইটির ফিরতে দেরি করেছে। এতে যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। সারাদেশ থেকে ঈদের স্পেশাল ট্রেনসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন যাত্রী নিয়ে আজ ঢাকায় আসবে। সব মিলিয়ে ঈদ পরবর্তী যাত্রায় ট্রেন শিডিউল স্বাভাবিক রয়েছে।’