ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৫৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

তৃণমূলে সেবা পৌঁছে দিতে মেয়রদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৃণমূল পর্যায়ে উন্নয়ন সেবা পৌঁছে দিতে মেয়রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য এবং তৃণমূল পর্যায়ে অর্থবহ নাগরিক সেবা প্রদানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে এবং নগরায়নকে অবশ্যই উন্নয়ন টেকসই করে গড়ে তুলতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সিটি ফোরাম : বিল্ডিং নলেজ নেটওয়ার্ক এন্ড পার্টনারশীপ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার।


বাংলাদেশ পরিকল্পনা ইনস্টিটিউট, স্থাপত্য ইনস্টিটিউট ও বিশ্ব ব্যাংক যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করে।


ড. শিরীন দেশের শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশ ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকারের যুগান্তকারী পদক্ষেপে রেমিটেন্স প্রবাহসহ অর্থনীতির অন্যান্য সূচকও ভাল অবস্থানে রয়েছে।


সিপিএ চেয়ারপার্সন বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।


তিনি জনপ্রতিনিধি, প্রকৌশলী, নগরপরিকল্পনাবিদ, স্থপতি এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে যথাযথ সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, যথাযথ উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করার জন্য এটি অবশ্যই করতে হবে।


স্পিকার সম্মেলনে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত ধারণা নিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পরিকল্পনাবিদ, স্থপতি এবং প্রকৌশলীদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।


তিনি খাবার পানি ও পয়ঃনিষ্কাশনসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে মেয়রদের প্রতি আহ্বান জানান। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগরীর সমস্যা সমাধানে এক সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন।


সম্মেলনে ৩৩২ জন মেয়র এবং ২০ জন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ মোট ৬৫০ জন জনপ্রতিনিধি যোগ দেন।