ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৭:০৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

সামাজিক মাধ্যম ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ যথাযথভাবে অনুসরণের ওপর জোর দিয়ে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

গত মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা একটি সতর্কীকরণমূলক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, সাইবার অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচারের লক্ষ্যে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ বর্তমানে কার্যকর রয়েছে। এসব আইন ও নির্দেশিকা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং অনেক ক্ষেত্রে তা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য এসব নির্দেশিকা ও আইন যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে দায়িত্বজ্ঞানহীন আচরণ, বিভ্রান্তিকর বা রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আইনগত জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে অনলাইন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।